কালের আবর্তে হারিয়ে গেল অতীত ঐতিহ্য হুক্কা

কালে কালে বদলায় সমাজ হারিয়ে যায় অতীত ঐতিহ্য। কালের আবর্তে বগুড়ায় হারিয়ে গেছে গ্রামীণ জনপদের বাংলার ঐতিহ্যবাহী হুক্কা। ৬০দশকেও জনপ্রিয় ধুমপানের মাধ্যম ছিল হুক্কা। এক সময় বঙ্গদেশের কৃষক শ্রমিক বাড়ির ওঠোনে সকালে ও বিকালে কাজের ফাঁকে আয়েশি ভঙ্গিতে এক ছিলিম তামাকের সাথে নারিকেলের আশে আগুন ধরিয়ে তা ছিলিমে দিয়ে পরমান্দে হুক্কা টানতো। এতে কৃষকরা ক্লান্তি কেটে পরিতৃপ্ত পেতো। জমিদার জোতদার ও গ্রামের মোড়লরা নানা ভাবে তামাক তৈরী করে হুক্কায় টান দিয়ে পরম আনন্দে তৃপ্তির স্বাদ নিত। অধিকাংশ শ্রমিকরা নিজের ক্ষেতের তামাক শুকিয়ে টুকরো টুকরো করে কেটে তাতে নালী মিশিয়ে ছিলিমে করে ধুমপান করতো।
বহু যুগ আগে থেকেই ধূমপানের জনপ্রিয় একমাত্র মাধ্যম ছিল হুক্কা। আবহমান বাংলার গ্রামগঞ্জে ধূমপায়ীরা হুক্কার মাধ্যমে তামাক পানে অভ্যস্ত ছিলেন। মজুর থেকে শুরু করে জমিদার বাড়ি পর্যন্ত হুকার প্রচলন ছিল সর্বত্র। প্রবীন মানুষেরা এই হুক্কার মধ্যেই খুঁজে পান ইতিহাস,ঐতিহ্য আর মাটির গন্ধ। সুদূর অতীতের পর ৭০ দশকেও অনেক ঘরেই ছিল এই হুক্কার প্রচলন। গ্রামের বৈঠকখানা গুলোতে পালাক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষেরা। বিত্তবানদের বাড়িতে ছিল নলের হুক্কা। চেয়ারে গা হেলিয়ে আয়েশী ভঙ্গিতে গৃহকর্তা নলের পাইপ মুখের দিয়ে যখন জমিদারি ভঙ্গিমায় টান দিতেন তখন বৈঠকখানায় আগত মেহমানরা অপলক দৃষ্টিতে চেয়ে দেখতেন এই দৃশ্য। তামাক পাতা টুকরো টুকরো করে কেটে চিটাগুর মিশ্রণ করে তৈরি করা হতো হুক্কার প্রধান উপাদান তামুক। মাটির তৈরি কল্কির ওপর তামুক রেখে টিক্কায় আগুন ধরিয়ে দিয়ে নিঃসরিত ধোঁয়া হুক্কার পানিতে ডুবিয়ে গুড়গুড় শব্দ বের হয়ে আসতো। তা থেকেও একপ্রকার সুগন্ধি বের হতো। এখন সেই চিরাচরিত দৃশ্যটি আর দেখা যায় না।
কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্য। বর্তমান প্রজন্মের অনেকেই হুক্কা খাবে তো দূরের কথা চোখেই দেখেনি। যুগের সাথে তাল মিলিয়ে হুক্কার স্থান দখল করে নিয়েছে বিড়ি,সিগারেট, গাজা সহ অন্যান্য মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ক্ষতি নিকোটিন। তারপরও এগুলোর নেশায় নতুন করে আসক্ত হয়ে পড়ছে লক্ষ্য লক্ষ্য উঠতে বয়সের যুবকরা। যাদের নিয়ে সিংহভাগ অভিভাবক সব সময় উদ্বিগ্ন থাকেন।
এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু
Link Copied