ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নুসরাত স্বর্ণা

উদ্যোক্তা তার নিজের সিদ্ধান্তে চলে: নুসরাত স্বর্ণা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ২:১৪

ছোটবেলায় তেমন কিছু হওয়ার ইচ্ছা ছিল না নুসরাত স্বর্ণার। তবে ক্লাস নাইনে সাবজেক্ট পছন্দ করার সময় অনেক চিন্তা ভাবনা করে কমার্স নিয়েছিলেন। ইউনিভার্সিটিতে এসে মনে হয়েছিল ‌ফ্যাশন ডিজাইনিং নিয়ে পরবেন। কিন্তু তাঁর ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং এর কোনো ‌কোর্স ছিল না। সেজন্য ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন। যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন তখন কোভিড শুরু হয়। বন্ধ হয়ে যায় সবকিছু। তখন ভাবেন কিছু একটা করার। স্বর্ণার ‌ শ্বশুরবাড়ি যশোর।  যশোরে বেড়াতে গিয়ে মাথায় আসে হস্তশিল্প নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু যখনই কাজ করার সিদ্ধান্ত নেন তখন অনেক প্রতিবন্ধকতা আসে। যেমন- ডিজাইন ম্যাটেরিয়াল কোথায় কি পাবেন।  কিভাবে করবেন সবকিছু মিলিয়ে খুব কঠিন সময় পার করেছেন। অনেক ডিজাইনারকে রিকোয়েস্ট করেছেন ডিজাইন করার। কিন্তু তারা যে চার্জ দাবী করে সেটা দেওয়ার বিজনেসে সার্ভাইভ করতে পারছিলেন না। তখন সিদ্ধান্ত নেন, তিনি নিজেই ডিজাইন করবেন। তখন থেকে নিজস্ব ডিজাইনে ‘স্বর্ণালী সুতো’র প্রতিটা ড্রেস তৈরি। স্বার্ণার উদ্যোগের নাম স্বার্ণালী সুতো। প্রতিষ্ঠা করেন ২০১৯ সালের ১৫ মার্চ। উদ্যোক্তা হওয়া কেন দরকার এ বিষয়ে স্বর্ণা দৈনিক সকালের সময়কে জানান, আমি ঘরে বসে আমার বাচ্চাকে ও সময় দিতে পারছি আবার ইনকাম ও করতে পারছি। তাছাড়া অনেক অসহায় মানুষের ‌পাশে দাঁড়াতে পারছি। তারা আমার উপর নির্ভরশীল। উদ্যোক্তা তার নিজের সিদ্ধান্তে চলে কারো অর্ডার এর হুকুম ‌পালন করতে হয় না। স্বাধীনতা থাকে‌ কাজে। স্বর্ণার প্রতিষ্ঠান স্বর্ণালী সুতা নিজস্ব ডিজাইন এবং নিজস্ব কর্মচারী দ্বারা নিখুঁত হাতের কাজের সকল পোষাক সেল করে থাকে। বর্তমনে তাঁর প্রতিষ্ঠানটিতে কর্মীর সংখ্যা ৫০ জনেরও বেশি। বছরে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার লেনদেন করে প্রতিষ্ঠানটি। তাঁর পণ্য গুলো হাতের কাজের পোষাক হওয়ার সব এলাকার মানুষ এ কাজ করতে পারে না। যশোর ও জামালপুরের লোকেরা এই‌ কাজ গুলো করে থাকে। স্বর্ণা প্রতিষ্ঠানটি বড় করার জন্য পরিশ্রম করে যাচ্ছে এবং মার্কেটিং করছে। নতুন  নতুন ডিজাইন তৈরি করছে। কর্মচারীর সংখ্যাও বাড়ছে প্রতিষ্ঠনাটির। স্বার্ণার বাবা রাজ্জাক মিয়া ও মা বেলাতন নেছা। ছোটবেলা গ্রামে কাটিয়েছেন পড়াশোনা ও গ্রামে করেছেন । তার স্বামীর নাম তোহ্ফা রহমান একজন এ্যাডভোকেট। আছে এক ছেলে ৪ বছর বয়স। বর্তমান এ তিনি বনানীতে ঘরে বসেই তার প্রতিষ্ঠান পরিচালনা করছেন। 

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন