প্রিয়াঙ্কা মজুমদার
যেভাবে ক্যারিয়ারে সার্থকতা অর্জন করেছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা মজুমদার পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন ইকোনমিক্স নিয়ে। জীবনের ক্যারিয়ারের সার্থকতা কিভাবে অর্জন করেছেন এ বিষয়ে দৈনিক সকালের সময়কে তিনি বলেন, আমি আগে দুইটি জব করতাম। প্রেগনেন্ট অবস্থায় আমি আমার তিন নম্বর চাকরি আইএফএসসি ব্যাংকে কর্মরত ছিলাম। প্রেগনেন্ট অবস্থায় কিছু শারীরিক অসুস্থতার জন্য প্রেগনেন্সির পাঁচ মাসে চাকরির ছাড়তে বাধ্য হই। তারপর বেবি হওয়ার পর সন্তানের ওজন কম থাকার জন্য ইনটেনসিভ কেয়ারে রাখা হয় ১৩ দিন। এরপর আমরা দুজন সুস্থ হলাম। তখন ভাবলাম নিজে পড়াশোনা করলাম এভাবে ফেলে দিতে পারি না। কি করা যায়, কিছু করব কিন্তু বাবুকে কোথায় রেখে যাব। আমার মা পৃথিবী থেকে চলে গেছেন আজকে দশ বছর। বেবি ছোট হওয়ার কারণে আমি নতুন করে চাকরিতে ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারেনি। ভাবলাম শিক্ষিত মেয়ে ঘরে বসে কিভাবে থাকবো। তখন অনলাইন প্লাটফর্মে অনলাইন বিজনেস শুরু করি। পপ অফ কালার কে অনেক ধন্যবাদ তারা আমার মত অনেক অনেক নারী উদ্যোক্তাদের অনন্যা হিসেবে তৈরি করেছেন। আমি অনেক কষ্ট করে বাচ্চার দেখাশোনা করে এরপর অনলাইন বিজনেসটা দাঁড় করেছি। সেখানে আমি প্রথমে জামদানি শাড়ি নিয়ে কাজ করেছিলাম। এখন আমি জামদানি কাপড় ইউজ করে টুপিস সেট নিজের কারিগর দিয়ে তৈরি করছি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি জামদানির একটি শোরুম দিব। যেখানে জামদানি টুপিস, শাড়ি ওয়ান পিস আরো অনেক অর্নামেন্ট থাকবে জামদানি কাপড় দিয়ে তৈরি।
Sunny / Sunny