ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় পাঁচ কারণে ভয়াবহ বন্যা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৪:৫৯
চলতি মাসের ৮ ও ৯ আগস্ট ভয়াবহ বন্যার মুখে পড়ে সাতকানিয়া। উপজেলার বেশিরভাগ জায়গা তলিয়ে যায় পানিতে। বানভাসিদের উদ্ধারে মোতায়েন করা হয় সেনাবাহিনী। হঠাৎ সাতকানিয়া কেন এমন ভয়াবহ বন্যার মুখে পড়ল সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ এ অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করেন। সাঙ্গু নদীর তীরবর্তী সাতকানিয়াসহ আশপাশ অঞ্চলে বন্যার জন্য প্রধানত পাঁচটি কারণ চিহ্নিত করেছেন তিনি।
 
কারণগুলো হল : ১. মিয়ানমার থেকে বান্দরবানের রেমাক্রি হয়ে বাংলাদেশে ঢুকেছে সাঙ্গু নদী। পাহাড়ের ফোঁকর গলে সর্পিল আকারের সাঙ্গু ১৮৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে মিলেছে। প্রবেশস্থল বান্দরবান পাহাড়ি অঞ্চলে বনাঞ্চল উজাড় করার কারণে পাহাড়ি মাটি ধসে নদীতে পলি জমে যায়। ২. নদীর চ্যানেল (ভূ-প্রাকৃতিক) গতি-প্রকৃতি পরিবর্তনে একদিকে ভাঙছে, অন্যদিকে চর জেগে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ৩. অপরিকল্পিত বালু উত্তোলনে তীব্র নদী ভাঙন। ৪. সাঙ্গু তীরবর্তী সাতকানিয়া ও লোহাগাড়ায় বেড়িবাঁধ না থাকায় পানি দুকূল উপচে দ্রুত জনপদে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৫.৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির কারণে পানি বিপৎসীমায় প্রবাহিত হয়।
 
জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামীতেও এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করলেও এই অঞ্চলে বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধানের আপাতত সুখবর দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড।
 
পাউবোর কর্মকর্তা ও জাইকার অভিমত, সাঙ্গু নদীতে বেড়িবাঁধ নির্মাণ করা হলে বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধান মিলবে। কিন্তু বেড়িবাঁধ নির্মাণ করার মতো পরিপাশ্বিক অবস্থা সাঙ্গু নদীতে নেই। সাতকানিয়া ও চন্দনাইশের সাঙ্গু নদীর দুই পাড়ে ৪৫ কিলোমিটার করে ৯০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। ভূমি অধিগ্রহণ করে বাঁধ নির্মাণে কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। যা অত্যধিক ব্যয়বহুল ও দুর্ভেদ্য। সহনীয় পর্যায়ে রাখতে বিকল্প হিসেবে সাঙ্গু নদী ড্রেজিং ও লুফকাট করার পরামর্শ দিয়েছে জাইকা।
 
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, সাঙ্গু নদীতে চার দশমিক ১৫ মিটার অর্থাৎ সাড়ে ১৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। যা বিপৎসীমার উপরে। এই অঞ্চলে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এত উচ্চতার পানি প্রবাহিত হওয়ার মতো সক্ষমতা সাঙ্গু ও ডলু খালের নেই। তাই পানির স্রোত দুই কূল চাপিয়ে বন্যা সৃষ্টি হয়। বিপুল ক্ষয়ক্ষতি হয়।
 
৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত বান্দরবানে ৬৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সময়ে চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ৬০০ মিলিমিটার। বৃষ্টির পানি প্রবাহের একমাত্র মাধ্যম হচ্ছে সাঙ্গু নদী। কিন্তু সর্পিল আকারের সাঙ্গু নদীর পরতে পরতে বাঁক, ভাঙা-গড়ায় জেগে উঠা চরগুলো পানি প্রবাহে রুষ্ট রূপ ধারণ করে। পানিনিষ্কাশনের পথ আটকে যাওয়া, নদীর উপর সেতু নির্মাণ, নদী তীরবর্তী এলাকায় বাড়িঘর ও নানা অবকাঠামো নির্মাণের কারণে বৃষ্টির পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। স্বাভাবিক গতি-প্রকৃতি হারিয়ে ফেলে।
 
সাঙ্গু নদীর পানি উৎস, ধারণ ক্ষমতা ও গতি-প্রকৃতি নিয়ে সমীক্ষা করছে জাইক (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)। ২০২১ সাল থেকে এ সমীক্ষা করে আসছে জাইকা। বন্যা ও জলোচ্ছ্বাসে সাঙ্গু নদীর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণের পরামর্শ দিয়েছে জাইকা। তবে স্থায়ী বাঁধ নির্মাণ ব্যয়বহুল। অস্থায়ী সমাধানের জন্য পাহাড়ের মাটি ক্ষয়রোধে বনায়ন ও নদীর লুফকাট (চর কেটে দেওয়া) করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা।
 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ এ বিষয়ে বলেন, সাঙ্গুর সাতকানিয়া ও চন্দনাইশে ৯০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। টেকসই বাঁধ নির্মাণের শর্ত হচ্ছে, নদীর ৫০-১০০ মিটার দূরত্বে বাঁধ নির্মাণ করা। এসব অংশে শত শত ঘরবাড়ি রয়েছে। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন করে বাঁধ নির্মাণে কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন। তাই অর্থনৈতিক সঙ্গতি নিয়ে সংশয়-সন্দেহ রয়েছে।
 
সাম্প্রতিককালের বন্যায় সাতকানিয়া উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জেলা প্রশাসনের হিসাবে, সাতকানিয়ায় দুই হাজার ৪৭৯টি ঘর আংশিক ও নয় হাজার ১৮৫টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই