ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১১:৫১

তন্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে এক মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ২৯ ই আগষ্ট তন্তর বাজারে ইউনিয়ন আওয়ামীল ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক ও স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের  স্মরনে  আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন এবং মোঃ আজিজুল হক দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন প্রধান বক্তা হিসাবে তাঁর বক্তব্যে বলেন, বিএনপি -জামায়াতের শাসনামলে আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্যাতনের চিত্র তুলে বলেন সেই সময়ে এবং ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারেের সদস্যদের হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণতি করতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন উন্নয়ন করেছেন। এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোটের আহ্বান জানান। প্রধান বক্তা শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও  সাধারন সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ  তিনি বঙ্গবন্ধু কন্যার শাসন আমলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিধবা ভাতা অসহায় ভাতা দুস্থ ও গরিব দুঃখী মানুষের জন্য বিভিন্ন অনুদানের মাধ্যমে তাদের অধিকার দেয়ার চেষ্টা করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে যুদ্ধকরে যারা দেশ স্বাধীন করে বিশ্বের দরবারে একটি মানচিত্র এনে দিয়েছেন। সেইসব বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করে তাদেরকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ তোফাজ্জল হোসেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ও ২০০৪ সালের একুশে আগস্ট এর স্মৃতিচারণ করেন, সেই সময়ের ভয়াবহ কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে টিকে থাকা কঠিন ছিল।  সেই দুঃসময়ে আমরা আওয়ামী লীগের হাল ধরেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আজ দেশ সেবার সুযোগ পেয়ে অভূতপূর্ব উন্নয়ন করে চলেছেন। তাই আমাদের উচিত সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করা এবং আওয়ামীলীগের ক্ষমতাকালীন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে  ও  সামনে সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মাধ্যমে সমাপ্ত করার আহ্বান জানান । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান  ওয়াহিদুর রহমান জিটু, সাবেক আইন বিষয়ক সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তন্তর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলী আকবর বিশেষ অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির রাখাল রাজা তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিলনা, আমরা মাতৃভাষা বাংলা পেতাম না। সেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের১৯৭৫ সালের ১৫ ই আগস্ট একটি কুচক্রীমহল হত্যা করে। এই দিনকে স্মরন করে আমরা সব সময় সকল শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে থাকি এ বছরও তাঁর ব্যতিক্রম নয়। তবে যেহেতু বঙ্গবন্ধু সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিবেদিত ছিলেন, সেই কারণে আমরা এ মিলাদ মাহফিলে মুসলমানদের জন্য যেমন তবারকের ব্যবস্থা করা হয়েছে, তেমনি হিন্দু ধর্মের মানুষের  জন্য আলাদা তবারকের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে ২০০০ থেকে ২২০০ জনের জন্যএই মিলাদ মাহফিলে আয়োজন করা  হয়েছে । সামনে সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন,আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি নিজের চাওয়া পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ দলের জন্য সব সময় কাজ করে যাব। মোহাম্মদ আজিজুল হক দুলাল সভাপতি তন্তর ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে সকল শহীদদের জন্য দোয়া চান এবং মোঃ মিজানুর রহমান লন্ঠু সাধারন সম্পাদক, তন্তর ইউনিয়ন আওয়ামীলীগের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাবেক শ্রীনগর উপজেলা চেয়ারম্যান সেলিম আহমেদ ভুইঞা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ মাকসুদ আলম ডাবলু,মেহদি হাসান কাকন,সভাপতি তন্তর ইউনিয়ন যুবলীগ, শাহ আলম খান,সহসভাপতি শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রীপুর যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,ছাত্রলীগের সাগর ধর,তন্তর ইউনিয়ন পরিষদের মেম্বারগন স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ দুই থেকে আড়াই হাজার জনগন উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন