ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য : ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১২:২৮
চট্টগ্রামের শাহ আমানত সড়কের নতুন ব্রীজ থেকে মইজ্জ্যারটেক গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। এ সড়কে শুধু মাহিন্দ্রা গাড়ি বা টেম্পু নয় বাসেও আগের চেয়ে দ্বিগুণ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এ রুটে নিয়ম নীতির কোন তোয়াক্কা করা হচ্ছে না। প্রতিবাদ করলেই যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকরা দুর্ব্যবহার করে বলেও অভিযোগ পাওয়া গেছে।  
মহি উদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘নতুন ব্রিজের শহর কুল (চাক্তাই) শহীদ বশরুজ্জামান চত্বর থেকে ওপার মইজ্জ্যারটেক যেতেই ২০ টাকা ভাড়া লাগে। মাহিন্দ্রা গাড়ির চালক-হেলপাররা কারো কথা মানছেন না। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)  ও ট্রাফিক পুলিশ এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। অদৃশ্য কারণে নীরবতা পালন করছে তারা। তবে এসব হয়রানির বিষয় স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ ) ও ট্রাফিক
সংশ্লিষ্টরা।
 
নিয়মিত নতুন ব্রিজ সড়কে যাতায়াত করা চাকরিজীবি আলী আকরাম খাঁন বলেন, ‘নতুনব্রিজ থেকে দক্ষিণ পাড় মইজ্জ্যারটেকের ভাড়া ১০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। ৪ টা গাড়ী ব্রিজ ভাড়া ফ্রী করে দিয়েছিলেন। শুধুমাত্র ওভার ব্রিজ থেকে জনসাধারণের কষ্ট না হওয়ার জন্য। কিন্তু ওভারব্রিজে কোন গাড়ী থাকে না। থাকলেও আর গলাকাটা ভাড়া আদায় করেন। অথচ নতুন ব্রিজ হতে পটিয়া যেতে লাগে ২০ টাকা ভাড়া। আর আমরা ব্রিজের ওপার থেকে আসতে ২০ টাকা ভাড়া গুনতে হয়। অনেক কর্মজীবি লোক আছে, এপার ওপার ভাড়া প্রতিদিন ৪০ টাকা খরচ করে। মাসিক কত টাকা বেতন পায় গার্মেন্টস কর্মীরা? এসব কেউ দেখে না।’
 
সরজমিনে দেখা যায়, এই রুটে চলা মাহিন্দ্রা গাড়িতে উঠানামা ২০ টাকা হারে ভাড়া নেয়া হচ্ছে। অথচ বিআরটিএ'র ভাড়া চার্টে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা আছে। এছাড়া এই রুটে চলা অন্য গাড়িগুলোও সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তারাও মাহিন্দ্রা গাড়ির অনুসরণে ২০ টাকা হারে ভাড়া নেয়। এদিকে গণপরিবহন শ্রমিকদের সিন্ডিকেটের কারণে যাত্রীরা জিম্মি হয়ে যাচ্ছে। তারা বাধ্য হচ্ছে অতিরিক্তি ভাড়া দিয়ে যাতায়াত করতে। এর প্রতিবাদ করলেই যাত্রীদের গালাগালি ও মাঝ পথে নামিয়ে দেয়ার মতো ঘটনা নিয়মিত ঘটছে। 
 
শ্রী ধর দত্ত জানান, ‘কর্ণফুলী নদীর উপর তৃতীয় সেতু শাহ আমানত সেতু। এটি নতুন ব্রিজ নামে সবার মুখে মুখে পরিচিত। এই নতুন ব্রিজটি দক্ষিণ চট্টগ্রামের জন্য আশীর্বাদ। কিন্তু পরিবহন সেক্টরের মালিক, চালক, হেলপার এবং কর্মচারীদের কৃত্রিম সমস্যা সৃষ্টির কারণে সাধারণ জনগণকে দুর্বিষহ দুর্ভোগ সইতে হচ্ছে। যাত্রীদের সময়ের অপচয়, টাকার অপচয়, মানসিক যন্ত্রণা কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন ব্রিজকে যাত্রী ভোগান্তির প্রবেশদ্বার বলে মনেহয়।’
 
অনেক যাত্রীরা জানান, ‘নতুন ব্রিজের এপার হতে ওপারে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট কিন্তু ভাড়া নেয় ২০ টাকা। প্রায় সময় এসব মাহিন্দ্রা গাড়ি বা টেম্পু গুলো উল্টো পথে আসে। ফলে নানা দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এই রুটে মাহিন্দ্রা গাড়ির কোন নির্দিষ্ট সংগঠন বা সমিতি নাই। এ সকল গাড়ি পেয়ারু নামে একজন ব্যক্তি পরিচালনা করেন। তার প্রভাবে চালকরা তাদের নিজেদের মতো করে ভাড়া নিচ্ছে। তার আরও জড়িত রয়েছে কর্ণফুলী এলাকার কিছু প্রভাবশালী লোকজন। যাদের পকেটেও মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পৌঁছে। কিন্তু প্রশ্ন হলো এসব গাড়ির দুর্ঘটনার দায় ভার কে নিবে? কেননা, প্রায় সময় দেখা যায় ১৩-১৪ বছরের কিশোররা মাহিন্দ্রা গাড়ি চালায়। যাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। উল্টো পথে আসে।’
 
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেয়ার কোন সুযোগ নেই। শিগগিরই নতুন ব্রিজের এপার ওপারে চালানো মাহিন্দ্রা গাড়ি ও টেম্পুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।’
 
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ‘বিষয়টি জেলা প্রশাসন থেকেও জানানো হয়েছে। যেহেতু যাত্রীদের হয়রানি করা হচ্ছে। যাত্রীদের সাথে অমানবিক আচারণ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। আমরা অবশ্যই পদক্ষেপ নিব। যে সব কিশোর মাহিন্দ্রা গাড়ি চালায় বা যারা লাইসেন্স বিহীন গাড়ি চালায় তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে।’
 
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) চট্টগ্রামের মোটরযান পরিদর্শক  ইকবাল আহমেদ বলেন, ‘এ বিষয়ে গত মাসের জেলা আইন শৃঙ্খলা মিটিং-এ ডিসি স্যার বলেছিলেন, মাইন্দ্রা ও টেম্পু গুলো নতুন ব্রিজের উল্টো পথে আসে। এসব গাড়ির কোন কাগজপত্র ঠিক নাই। তখনই বিষয়টি বিআরটিএ'র ম্যাজিস্ট্রেট ও ট্রাফিককে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরাও শিগগিরই সে ব্যবস্থা নিচ্ছি।’

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ