ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গোবিন্দগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ১:১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শোক র‍্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৩০ আগস্ট) বিকালে উপজেলা শহীদ মিনার চত্বরে শহীদ পরিবারের সন্তান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
 
অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে যে অপশক্তি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলো, সেই অপশক্তিগুলোই পরবর্তীতে তৎপর হয়ে সংবিধান বিরোধী কর্মকান্ড পরিচালনা করে বিভিন্ন সময় সন্ত্রাস, বিশৃঙ্গলা ও অরাজকতার দৃষ্টান্তর স্থাপন করেছে। এই অপশক্তির খুনীরাই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ জননেত্রী  হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। জনগনের ভালোবাসা আর ভোটে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, সর্বজনীন পেনশন, গ্রামকে শহরে রুপান্তর, শতভাগ বিদ্যুৎ সুবিধা, অসংখ্য পাকা রাস্তা ও সেতু নির্মাণ করে দেশ এবং দেশের মানুষের উন্নতি করেছেন। সেই কারণে ওই অপশক্তির খুনিরা হিংসায় শেখ হাসিনাকে হত্যা করতে চায়। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নেপথ্যের নায়ক তারেক জিয়া যেখানেই থাকেন, একদিন বাংলার মাটিতে আসতে হবে। তখন বাংলার মানুষের গণআদালতে তার বিচার হবে। বাংলাদেশের উন্নয়ন, আগ্রযাত্রাকে ও গণতন্ত্রকে যারা ব্যাহত করতে চায়, তাদের সেই যাত্রা কখনো শুভ হবে না। দেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মত ক্ষমতায় দেখতে চায়। তাই শোকাবহ আগস্টের শক্তিকে পুঁজি করে আমরা সবাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনব ইনশাল্লাহ ।
 
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহিন আকন্দের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি,গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মুরাদ, ময়দানহাটা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম রুপম,  প্যানেল মেয়র-২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান রিপন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাজেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ছামুস উদ্দিন সরকার ভেলা, (১, ৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর) মোছাঃ সুইটি বেগম (২, ৩ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর), মোছাঃ জহুরা বেগম (৭, ৮ এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর) মোছাঃ শাহানা বেগম, সাবেক কাউন্সিলর ফারুক হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন ও বাবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু প্রমুখ।
 
আলোচনা সভা শেষে এক বিশাল শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের করা হয়। দোয়া শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করা হয়।
 
গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে আলোচনা সভা, শোক র‍্যালী, দোয়া মাহফিল  অনুষ্ঠানে অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত