ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শিউলী আক্তার

মানুষকে সাবলম্বীর পথ দেখাতে উদ্যোক্তা জীবনের সূচনা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৯-২০২৩ রাত ৯:১৮

শিউলী আক্তারের ছোট বেলা স্বপ্ন ছিলো বিচারক হওয়ার।  এরপর সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন ডাক্তার হতে। এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা। ২০২১ সালে ট্রেড লাইসেন্স করার মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও কাজ করতেন অনেক আগে থেকেই। অর্জন করেন ২০২২ সালে স্মার্ট নারী উদ্যোক্তার সম্মাননা। এছাড়াও ২০২৩ সালে অর্জন করেন স্টার্টআপের সম্মাননা। শিউলী আক্তার মনে করেন সম্মাননাগুলো তাঁর জীবনের অনেক বড় অর্জন। অন্যের উপর ডিপেন্ডেড না হয়ে অর্থনৈতিক ভাবে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষকে যেন স্বাবলম্বীর পথ দেখাতে শিউলীর উদ্যোক্তা জীবনের সূচনা। তাঁর উদ্যোগের নাম SR Fashion Point ২০২১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন। ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা করে ট্রেড লাইসেন্স করার মাধ্যমে শুরু হয় তাঁর এই উদ্যোগ। শিউলীর সিগনেচার পণ্য ঘরে তৈরি হারবাল সাবান। ক্লোদিং এর যাবতীয় পণ্য যেমন - থ্রি পিস, শাড়ী, বেডশীড, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড প্রিন্ট, কাঠের ব্লক, টাই-ডাই এর সকল পন্য নিয়ে। আরও আছে দেশীয় বিভিন্ন ধরনের গহনা। বিভিন্ন ধরনের সিজনাল আচার ও মাংসের 'ইছপাইছি মিট' (মাংসের আচার), শীতের শাল। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে  ৫ জন কর্মী আছে। বছরে লেনদেন করেন ৩ থেকে ৫ লাখ টাকা। উদ্যোগ সম্পর্কে দৈনিক সকালের সময়কে শিউলী বলেন, নিজের স্কিল ডেভেলপের জন্য বিভিন্ন ট্রেনিং করার মাধ্যমে আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার পণ্য দেশে এবং বিদেশে কোথায় বেশি ডিমান্ড সেটা খুঁজে বের করে নিজ পণ্য পৌঁছে দেবার মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের প্রসার বাড়াতে চাচ্ছি। শিউলীর মায়ের নাম আনোয়ারা বেগম। বাবার নাম মো. শফি উদ্দিন আহমেদ। ছোটবেলায় তাঁর ঢাকাতেই বেড়ে উঠা। বাবার চাকরীর কারনে কয়েক বছর ছিলেন টাংগাইল জেলায়। সেখানে কুমুদিনী কলেজ থেকে  এইচএসসি শেষ করেন। এরপরে তিতুমীর কলেজ থেকে মাস্টার্স করেন। তাঁর স্বামীর নাম রেজাউল করিম। তিনি একজন সরকারি কর্মকর্তা। বর্তমানে ঢাকার উত্তরাতে থেকে তার ব্যবসা পরিচালনা করছেন। 

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন