হৃদিতা মুন
সফল নারী উদ্যোক্তা
ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন হৃদিতা মুন। ব্যবসা বিভাগ নিয়ে লেখাপড়া শেষে বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা। উদ্যোক্তা প্রসঙ্গে হৃদিতা মুন দৈনিক সকালের সময়কে বলেন আসলে অধিকাংশ নারী বা পুরুষ তারা করোনা কালীন সময়েতেই ডিজিটাল মার্কেটিং এর উপরে বেইজ করে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন। আমিও করোনা কালীন সময়ে উদ্যোক্তা হওয়ার জন্য মনস্থির করি। তখন মনে হয়েছিল বৈশ্বিক মন্দার সময়ে আমিও আমার পরিবারকে কন্ট্রিবিউট করতে পারি আমার চাকরির পাশাপাশি। যেহেতু চাকরিটা তখন করতে হতো হোম অফিসের মাধ্যমে। কিছুটা সময় পাওয়া যেত চাকরির পরে তাই ওইটুকু সময় আমি উদ্যোক্তা হওয়ার কাজে লেগে পড়ি। মুনের প্রতিষ্ঠানের নাম মুন'স কুকিং স্টুডিও। এটি স্থাপিত হয়েছে ২০২০ সালের এপ্রিল থেকে। তাঁর প্রতিষ্ঠানটিতে পাওয়া যায় খাঁটি সরিষার তেল, খাঁটি ঘি, খাঁটি মধু, ভেজাল বিহীন জবের ছাতু, এবং একেবারে খাঁটি খেজুরের ঝোলা গুড়। প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা রয়েছে ২৪ জন। বছরে লেনদেন হয় প্রায় ১০ লাখ টাকা। তাঁর প্রতিষ্ঠানটির পণ্য সারা ঢাকা এবং দেশের বাইরেও যাচ্ছে। বেশিরভাগ পণ্য ঢাকাতেই পাওয়া যায় হোম ডেলিভারির মাধ্যমে। প্রতিষ্ঠান বড় করার জন্য হৃদিতা মুন খাঁটি সরিষার তেলের প্রজেক্ট করেছেন। কিনেছেন ৮টা কাঠের ঘাণীর মেশিন। সফল এই নারী উদ্যোক্তার মায়ের নাম মরহুমা নুরজাহান বেগম এবং বাবার নাম মরহুম খন্দকার নজরুল ইসলাম। তাঁর ছোটবেলার কেটেছে চট্টগ্রামে এবং লেখাপড়া করেছেন চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও লন্ডনে। তাঁর স্বামীর নাম মাহবুব আহমেদ। একটি ছেলে সে ক্লাস সিক্সে পড়ছে। বর্তমানে ঢাকার খিলক্ষেত লেক সিটিতে অবস্থান করছেন। তাঁর প্রতিষ্ঠানটি ঝিনাইদহতে অবস্থিত।
Sunny / Sunny