ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইশরাত জাহান রজনী

একজন মেয়েকে নিজের পরিচয় তৈরী করাটা বড্ড দরকার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩-৯-২০২৩ রাত ৯:৩২

ইশরাত জাহান রজনীর স্বপ্নগুলো অনেকটাই ধরাছোয়ার বাইরে। ছিলেন অনেক চঞ্চল আর একটু স্বাধীনচেতা। গল্পের বই পড়তেন যেমন- তিন গোয়েন্দা, মাসুদ রানা সমরেশ মজুমদারের দূরবীন, সাতকাহন, সুনীল গঙ্গো‍পাধ‍্যায়ের, হূমায়ন আহমেদের অনেক চরিত্রে নিজেকে নিয়ে ভাবতেন ও গল্পের চরিত্রে নিজেকে আবিষ্কার করতেন। এরপর একটু বড় হয়ে টিউশনি করতেন। তখন ইচ্ছে হয় শিক্ষকতা পেশায় আসার। এদিকে ইশরাতের বাবার স্বপ্ন ছিলো মেয়ে পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করবে।  বড় হওয়ার পাশাপাশি বড় হয়ে কি হবো সে ইচ্ছারও পরিবর্তন হতে থাকে ইশরাতের। তবে কিছু একটা হবো। কিছু একটা করবো এমন চেষ্টা ছিলো সবসময়েই। স্বপ্নকে স্বপ্ন ভেবেই পূরণ না করে অনার্স ১ম বর্ষে থাকাকালীন বিয়ের কনে হলেন ইশরাত। ইশরাতের স্বামী তখন বৈশাখী টিভিতে চাকরি করেন। সেইসুবাদে আবারও স্বপ্ন দেখেন সংবাদ উপস্থাপিকা হবার। সমস্ত স্বপ্নকে দূরে সরিয়ে বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা। তাঁর দুইটি  প্রতিষ্ঠান রয়েছে ‘মজার রান্না’ ও ‘ইশরাত ক্রিয়েশন’। উদ্যোগ শুরু হয় ২০২০ সালের ৩০ জুন। মজার রান্না পেইজ থেকে পাওয়া যায় হোম মেড ফুড, খেজুরের গুড়, সরিষার তেল, কুমরা বড়ি, ভাজা মাশকালাইয়ের ডাল, পাবনার ঐতিহ্য গাওয়া খাটিঁ ঘি ও মিষ্টি। এছাড়াও ইশরাত ক্রিয়েশন থেকে পাওয়া যাবে জামদানি শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবী ও ওয়ান পিস। প্রতিষ্ঠান দুইটি ইশরাত ও তাঁর স্বামী মিলে পরিচালনা করছে। বছরে আয় করছে প্রায় ২ লাখ টাকা। এছাড়াও ইশরাতের আছে ইউটিউব চ্যানেল। অনলাইনে সাকসেস বিজ ফ্যামেলি থেকে  ফ্রিল্যন্সিংয়ের কোর্স সম্পন্ন করে ঘরে বসেই অর্থ উপার্জন করছেন। প্রতিষ্ঠান বড় করতে ইশরাতের নতুন উদ্যোগে থাকছে জামদানি শাড়িতে নতুন ফিউশন, গহনা ও হ‍্যান্ডপেইন্ট প্রোডাক্ট। উদ্যোক্তা জীবন নিয়ে দৈনিক সকালের সময়কে ইশরাত জাহান রজনী বলেন, নিজের প্রতি এক অদ‍ম‍্য আত্মবিশ্বাস পেয়েছি। বাচ্চাদের পড়াশোনা নিজেই করাই। এতে আমার পড়াশোনাকে কাজে লাগাতে পারছি।  তিনি জানান, আমরা সবসময়ই অযুহাত খুজতে থাকি কারন, এটা সহজেই মানুষ দিতে পারে। ইশরাত মনে করেন, প্রত্যেকটি মেয়েকে নিজের জন‍্য হলেও অথবা পর্দার মাঝে থেকেও কিছু একটা করা উচিত। চেষ্টা করি কাউকে সাহায্য করার সে যেন কিছু করে। সে যেটা ভাল পারে ঐটা নিয়ে যেন নেমে পরে নিজের প্রানের ঠিকানায়। একজন মেয়েকে নিজের পরিচয় তৈরী করাটা বড্ড দরকার। ইশরাত জাহান রজনীর ছোটবেলা কেটেছে পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারপুর গ্রামে। তাঁর বাবা মো: এরশাদ আলী এবং মা রওশন আরা। ইশরাতের স্বামী আতাউর রহমান চ্যানেল ২৪ কর্মরত। তাঁদের ২ ছেলে আব্দুল্লাহ আর আকিফ ও তানজিমুল উম্মাহ।  

 

 

Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ -