ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঊর্মি শিমুল

ইপিতে এসে নিজের ও সেই সাথে নিজের পণ্যের পরিচিতি বেড়েছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৩ রাত ৯:৩৯

রনি রহমান 

ঊর্মি শিমুল ছোটবেলায় হতে চেয়েছিলো একজন ডাক্তার।  এরপর ইচ্ছা হয় একজন আদর্শবান উকিল হতে। বর্তমানে তিনি একজন টিচার হিসেবে কর্মরত পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠানে মেয়েদের সব রকম ড্রেস, দেশী ও ত্রিদেশীয় ড্রেস,  বাটিক, হাতের কাজের ড্রেস, হিজাব, কাফতান ও কুর্তি পাওয়া যায়।  দেশীয় পণ্যের  পণ্যের ঐতিহ্য ধরে রাখতে তাঁর এই উদ্যোগ। উর্মির প্রতিষ্ঠানের নাম টৎসর'ং ঋধংযরড়হ ডবধৎ প্রতিষ্ঠিত হয়েছে ২০২১ সালের ১৪ জানুয়ারি। ভালো মানের আরামদায়ক পণ্য সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করছে তাঁর প্রতিষ্ঠান। আত্মীয় স্বজন থেকে শুরু করে কলিগ, প্রতিবেশী, দেশে এবং দেশের বাইরেও আছে গ্রাহক । উর্মি শিমুল স্বপ্ন দেখেন তাঁর নিজের একটি শোরুম হবে। তাঁর বাবা আব্দুল আজীজ ও মা মোসাঃ লাকী বেগম। ছোটবেলা ও পড়াশোনা করেছেন টঙ্গী গাজীপুরে।  তাঁর স্বামীর নাম মীর মোশারাফ হোসেন। তাদের এক ছেলে বয়স ৫ বছর। বর্তমানে টঙ্গী গাজীপুরে থেকেই তাদের ব্যবসা পরিচালনা করছেন। উদ্যোক্তা হিসেবে অনলাইনে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তা প্লার্টফর্ম ইপি থেকে আপনি কেমন সুবিধা পান এমন প্রশ্নের জবাবে উর্মি শিুমুল বলেন, ইপিতে এসে নিজের ও সেই সাথে নিজের পণ্যের পরিচিতি বেড়েছে। তিনি আরও বলেন উদ্যোক্তারা যেনো ভবিষ্যতে আরও সুনিশ্চিতভাবে তাদের উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারে ইপিকে সেদিকে লক্ষ্য রাখতে হবে,  উদ্যোক্তাদের যেনো সেল আরও বাড়ে ইপিকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারন ইপি একটি উদ্যোক্তাবান্ধব প্ল্যাটফর্ম। এখানে যদি উদ্যোক্তাদের সেলের ব্যাপার নিশ্চিত করা  হয় তাহলে অনেক উদ্যোক্তা ই তাদের উদ্যোগ নিয়ে অনেক দূর এগিয়ে যাবে।

 

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন