চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ জনের কমিটিতে ২৭ জন পটিয়ার
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ঘোষিত ৭৫ জনের কমিটিতে ২৭ জন পটিয়ার। যার কারণে পটিয়ার বাইরের উপজেলাগুলোর নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে শুরু হয়েছে নেতা কর্মীদের মধ্যে চরম অসন্তোষ। বিভিন্ন উপজেলায় অনেক সিনিয়র নেতা বাদ পড়ার পাশাপাশি পটিয়ার থেকেও গত কমিটিতে যারা গুরুত্বপূর্ণ পদে ছিল তাদের বাদ এবং অনেককে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানায়।
জানা গেছে, ৪ সেপ্টেম্বর সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক রেখে আরও ৩৩ জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে। এছাড়া ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এরমধ্যে সহ সভাপতি বিজিএমইএ নাছির, ও আয়ুব আলী, যুগ্ম সম্পাদক পদে প্রদীপ কুমার দাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে এডভোকেট আব্দুর রশীদ, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাঃ তিমির বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, উপ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ। সদস্য পদে হুইপ সামশুল হক চৌধুরী এমপি, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আকম শামশুজ্জামান চৌধুরী, রাশেদ মনোয়ার, দেবব্রত দাশ দেবু, বিজন চক্রবর্ত্তী, গোলাম সরওয়ার মুরাদ, মোজাহেরুল আলম চৌধুরী, আবু ছালেহ চৌধুরী, নাসির উদ্দীন, উপদেষ্ঠামন্ডীর সদস্যদের মধ্যে সামশুদ্দিন আহম্মেদ, কাজী আবু তৈয়ব, এম এ জাফর, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ড. এইচ এম সেলিম উল্লাহ, এডভোকেট কামরুন নাহার, অধ্যাপক আব্দুর রহিমসহ ২৭ জন পটিয়ার। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দীয় কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তযোদ্ধা বিয়ষক সম্পাদক এম এ মতিন চৌধুরী, ২০০৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম নবী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য শাহিদা আকতার জাহান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের গত কমিটির সহ সভাপতি আবু সাঈদসহ অনেক পরিচিত এবং পরীক্ষিত ত্যাগী নেতাদের এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব বাবুল জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকলেও কমিটিতে সদস্যও রাখা হয়নি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের গত কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য শাহিদা আকতার জাহান বলেন, সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, এ দলের জন্য অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েছি এরপরও কি দোষে কি অপরাধে আমাকে বাদ দেয়া হয়েছে জানি না, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে নারীদের সদস্যদের অবমূল্যায়ন করা হয়েছে পুরো কমিটিতে মাত্র কয়েকজনকে রাখা হয়েছে তারাও নারী হিসেবে না নিজস্ব যোগ্যতায় স্থান পেয়েছে যদি সম্ভব হয় আরও কিছু নারী সদস্যদের যুক্ত করার দাবি জানান।
কমিটির প্রসঙ্গে বাংলাদেশ মুুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সহ সভাপতি ও গত কমিটির মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক এম এ মতিন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি,যে কমিটি দেখলাম এ কমিটিতে টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি স্বাধীনতা চেতনা বিরোধী লোকজনকে প্রধান্য দেয়া হয়েছে এ কমিটি দেখে আমার লজ্জা পাচ্ছি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী নজর না দিলে দক্ষিণ জেলা আওয়ামী লীগকে তারা ধ্বংশ করে দিয়েছে। ধ্বংশের হাত থেকে প্রিয় রাজনৈতিক দলকে বাঁচাতে অনুরোধ জানান। বক্তব্য জানার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার