খাঁটি পণ্যের উদ্যোগে সফল ইলোরা মোস্তাফী রিমা

উদ্যোক্তা ইলোরা মোস্তাফী রিমা ড্রিম এন্ড হোপ অনলাইন প্রতিষ্ঠা করেছেন ২০১৭ সালে। তাঁর মা রিতা মোস্তাফী, বাবা দেবাশীষ মোস্তাফী স্বামী নাইম মাসুম সিদ্দিক। অনলাইনে তাঁর উদ্যোগ বিষয়ে সাক্ষাৎকার নিয়েছেন- রনি রহমান।
সকালের সময়: ছোটবেলায় আপনি কি হওয়ার স্বপ্ন দেখেছিলেন?
ইলোরা মোস্তাফী রিমা: ছোটবেলা থেকেই বাবা সবসময় বলতেন আমি যেন বড় হয়ে পাইলট হই। কিন্তু ক্লাস ফোরে বাবা মারা যাওয়ায়, সেই স্বপ্ন পূরণ করার সাধ্য হয়ে ওঠেনি।
সকালের সময়: একটু বড় হয়ে আপনি কি হওয়ার চেষ্টা করেছিলেন?
ইলোরা মোস্তাফী রিমা: আসলে বাবা না থাকায়, সংসারে টানা পোড়ন ছিল। ক্লাস নাইনে থাকতেই টিউশন করাতাম এবং এসএসসি এর পর যশোর নাট্যকলা সংসদের একজন অভিনয় শিল্পী হিসাবে কাজ করে গেছি। সোসিওলোজিতে অনার্স পড়তে পড়তেই ঢাকায় চাকরি নিয়ে চলে আসি। তাই আর ওভাবে স্বপ্ন দেখার সময় বা পরিস্থিতি হয়ে ওঠেনি।
সকালের সময়: এখন আপনি কি করছেন?
ইলোরা মোস্তাফী রিমা: এখন পেশায় আমি একজন উদ্যোক্তা।
সকালের সময়: আপনি কি কি পণ্য নিয়ে কাজ করেন?
ইলোরা মোস্তাফী রিমা: বিভিন্ন ধরনের হোমমেড গুঁড়া মসলা, শ্রীমঙ্গলের টি গোল্ড চাপাতা, গ্রীন টি, ঘি, ঘাঁনি ভাঙা সরিষার তেল, আলু ও শসা গুঁড়া এবং চন্দন ফেসপ্যাক নিয়ে কাজ করছি।
সকালের সময়: এসব পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হলেন কেন?
ইলোরা মোস্তাফী রিমা: আমি প্রোডাক্ট নির্বাচনে যে বিষয় টি মাথায় রেখেছিলাম সেটি হলো, আমার পণ্য এমন হবে যে মানুষ শখে নয় বরং প্রয়োজনে কিনবে।
সকালের সময়: আপনার পণ্যের বিশেষ সুবিধা কি?
ইলোরা মোস্তাফী রিমা: আমার পণ্যের বিশেষ সুবিধা হলো, এটি হোমমেড হওয়ার একেবারেই স্বাস্থ্যসম্মত
ও খাঁটি। ফলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি একেবারেই নিশ্চিন্ত। তাছাড়া আমি প্রাইসিং টা একটু বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি।
সকালের সময়: কারা আপনার পণ্যের গ্রাহক?
ইলোরা মোস্তাফী রিমা: আমার পরিচিত বন্ধু বান্ধব, অল্প কিছু আত্মীয় স্বজন, প্রতিবেশি এবং অনলাইনে বাংলাদেশের অপরিচিত মানুষ আমার গ্রাহক।
সকালের সময়: প্রতিষ্ঠান বড় করার জন্য আপনি আর কি উদ্যোগ নিচ্ছেন।
ইলোরা মোস্তাফী রিমা: প্রতিষ্ঠান বড় করার জন্য আমার ফোকাস যেই বিষয়ের উপর থাকে সেটা হলো প্রোডাক্ট কোয়ালিটি এবং আমার মার্কেটিং পলিসি। আমি প্রপার মার্কেটিং করার চেষ্টা করছি। কারন সেল যতবেশি হবে আমার ব্যবসার প্রসারতা তত বাড়বে।
সকালের সময়: আমার সন্তানের নাম?
ইলোরা মোস্তাফী রিমা: আমার একটি মেয়ে। নাম ফ্রিসিয়া ওয়াকিয়া দিমি। মনিপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস এইটে পড়ে।
সকালের সময়: বর্তমানে কোথায় অবস্থান করছেন?
ইলোরা মোস্তাফী রিমা: আমি থাকি বড়বাগ,মিরপুর - ২ নম্বরে (৬০ ফিট) ঢাকা।
সকালের সময়: আপনার প্রতিষ্ঠান কোথায়?
ইলোরা মোস্তাফী রিমা: বড়বাগ,মিরপুর - ২ নম্বরে (৬০ ফিট) ঢাকা।
সকালের সময়: উদ্যোক্তা হিসেবে অনলাইনে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তা প্ল্যাটফর্ম ইপি থেকে আপনি কেমন সুবিধা পান?
ইলোরা মোস্তাফী রিমা: উদ্যোক্তা হিসেবে অনলাইনে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তা প্ল্যাটফর্ম ইপি থেকে আমি অনেক সুযোগ ও সুবিধা পাই যেমন, ইপি একটি বড় প্ল্যাটফর্ম হওয়াতে আমার ব্র্যান্ডিং টা আরও মজবুত হচ্ছে। কারন আমি ইপিতে একজন মডারেটর হিসেবে দ্বায়িত্বরত আছি। পাশাপাশি ইপি আয়োজিত বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তুলতে পারছি। যা সরাসরি আমার অনলাইন অফলাইন কাজে একটা বড় ইমপেক্ট ফেলছে। নিজেকে ও নিজের কাজকে আরও সাবলীলভাবে ভাবে তুলে ধরতে পারছি সকলের মাঝে।
সকালের সময়: আপনাদের অনলাইন প্লার্টফর্ম ইপিকে আরো শক্তিশালী করতে আপনার পরামর্শ কি?
ইলোরা মোস্তাফী রিমা: ইপিকে শক্তিশালী করতে আমার পরামর্শ হলো গ্রুপের কোয়ালিটি ধরে রাখতে হবে যে কোন মূল্যে এবং কোয়ালিটি ফুল বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করতে হবে। যা সরাসরি উদ্যোক্তাদের উপর একটা পজিটিভ প্রভাব ফেলবে। যেমন সেটি হতে পারে মানসম্মত উদ্যোক্তা ট্রেনিং এবং উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে সরকারী সহযোগিতায় ইপিকে বিভিন্ন ধরনের অনুদানের বা লোনের ব্যবস্থা করতে হবে।
সকালের সময়: আপনাকে ধন্যবাদ।
ইলোরা মোস্তাফী রিমা: আপনাকে ও সকালের সময়কে ধন্যবাদ।
Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট
