ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফজরের সময় উঠতে যেসব কাজ করবেন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১২:৪৭

মুমিনদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। তবে ফজরের নামাজ অন্য চার ওয়াক্তের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।

ফজর নামাজ আদায় করলে, অগণিত ও অসংখ্য সওয়াবের সাথে অনেক ধরনের ফজিলত ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই ফজরের সওয়াব ও পুণ্য লাভে নির্দিষ্ট সময়ে জাগ্রত হওয়ার বিকল্প নেই। কী কী আমল বা কাজ করলে, ফজরের সময় সহজে ঘুম ভাঙবে এবং জেগে নামাজ আদায় করা যাবে, এসব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।

বিতরের নামাজের পর দোয়া

শেষ রাতে তাহাজ্জুদ আদায়ের অভ্যাস না থাকলে বিতরের নামাজ আদায় করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করুন। যেন তিনি আপনাকে ঘুম থেকে জেগে উঠে ফজর আদায়ে সাহায্য করেন।

কোরআন তিলাওয়াত করে ঘুমানো

মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াত কত বড় ইবাদত বলার অপেক্ষা রাখে না। আর কোরআন তেলাওয়াত আপনার মনোযোগ ঠিক রাখবে। ফজরের নামাজের জন্য জেগে উঠতে সহযোগিতা করবে। মহানবী (সা.) ঘুমাতে যাওয়ার আগে সুরা সাজদাহ ও সুরা মুলক (৩২ ও ৬৭ নম্বর সুরা) পাঠ করার পরামর্শ দিয়েছেন।

রাতে ঘুমানোর আগে ওজু করুন

বারা ইবনে আজিব (রা.)-কে মহানবী (সা.) বলেছিলেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওজুর মতো ওজু করবে।’ (মুসলিম, হাদিস : ৪৮৮৪)

মহান আল্লাহকে চেনা ও ভয় করা

আল্লাহর বড়ত্ব ও মহত্ত্ব সম্পর্কে জানা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তার ইবাদত করা— আপনার প্রতি তাঁর নির্দেশ। তাহলে আপনি স্বাভাবিকভাবেই জেগে উঠবেন।

এছাড়াও নামাজের প্রতি আন্তরিক হওয়ার বিকল্প নেই। ফজরের নামাজের জন্য জেগে উঠার ব্যাপারে আন্তরিক হোন। আন্তরিকভাবে প্রতিজ্ঞা করুন যে, আমি ফজরের ওয়াক্তে জেগে নামাজ পড়ব-ই ইনশাআল্লাহ।

অন্যদেরকে বলে রাখা আপনাকে জাগাতে

পরিবারের অন্য সদস্য কিংবা বন্ধুদের বলে রাখতে পারেন আপনাকে ফজরের সময় জাগিয়ে দিতে। আর আপনি আগে জাগলে, তাদের জাগিয়ে দিন। 

প্রীতি / প্রীতি