ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে বড় ভাইয়ের জামি দখল করে মারপিট, থানায় মামলা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ২:১

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কুৃমিড়াডাঙ্গা গ্রামে মৃত রহিম উদ্দিনের ছেলে আঃ মান্নান ও কাফি দির্ঘদিন যাবত বসবাস করিয়া আসছিল। পতৃকসুত্রে দুইছেলেই জমির সোমান ভাগিদার। কুমিড়াডাঙ্গা মৌজার খতিয়ান-৩০৫ এ দুইটি দাগে ৪৪ শতক জমি একটি দাগে ২১শতক অন্যটিতে ২৩ শতক জমি। ছোট ভাই কাফি গ্রামের গন্যমান্য ব্যক্তি ডেকে শালিশী মিমাংসায় ২১ শতক জমি দখল করে বাড়ী করিয়া বসবাস করিতে থাকে। বড়ভাই আঃ মান্নানকে ২২শতক জমি ভোগ দখলে না দিয়ে কাফি নিজেই উক্ত জমি দখল করে ভোগ জোরপূর্বক ভোগ করছে। আঃ মান্নান ও তার ছেলেরা দাবিকৃত জমিতে গেলেই ভয়ভিতি খুনজখমের হুমকি দিয়ে আসছিল ছোট ভাই কাফির পরিবার। এ ঘটনায় গ্রামে অনেকবার শলিস হয় তবে শালিস মানে না কাফির পরিবার। গত ১০ সেপ্টম্বর দুপুরে আসামী আনারুল(৩৮),আপেল মিয়া(৩২) ইকবাল হোসেন(২৮) আশরাফুল(৩৮) সর্বপিতা মোঃ কাফি, আঃ কাফি(৫৫)পিতা-মৃত রহিম ও রাবেয়া বেগম(৪০) পূর্ব পরিকল্পনা অনুয়াযী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা করে এলোপাথারী ভাবে মারপিট করে ৪ জনকে আহত করে। আসামীরা প্রথমে তুহিদুলকে মারতে থাকে তাকে বাচাতে ছোট ভাই মাহফুজ এগিয়ে এলে তাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এঘটনায় ছেলের আত্নচিৎকারে ৭০ বছর বয়সী পিতা এগিয়ে এলে তাকে মারপিট করে আহত করে। ঘটনা দেখে মা ছবিতন এগিয়ে এলে তাকে বিবস্ত্রকরে ছিলতাহানী মারপিট করে। এঘটনায় তুহিদুল(২৫) ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ও মাহফুজ বগুড়া শজিমেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ১৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায়১৮৬০ পেলান কোডে,১৪৩,৪৪৮,৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৩৫৪,৫০৬,১১৪ মামলা হয় যার নং১৭/৪১৪। আসামীরা গ্রেফতার না হওয়ায় বাদীর পরিবারে সদস্যদেরকে বাড়ীথেকে বেড় হতে দিচ্ছে না। মামলা হওয়ার পরে আসামীরা আরো বেপরোয়া  আচরন করছে। ফলে বিবাদীর পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এমতাবস্থায় আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’