জান্নাতুল আফরোজ তানু
ন্যায্য দাম হলে কাস্টমার বার বার আসবে

স্বপ্ন আমাদের জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে শেখায়। অনেকের কাছে স্বপ্ন শুধু কল্পনাই থেকে যায়। সফল ব্যক্তিরা বলে থাকেন স্বপ্ন পূরণে লক্ষ স্থির রেখে নিরবে কাজ করে যেতে হবে। এভাবেই একদিন লক্ষ্য পৌঁছানো যাবে। জান্নাতুল আফরোজ তানু সবার মতো ছোটবেলায় তাঁরও স্বপ্ন ছিলো অনেক কিছুর । স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে কোনো কিছুকেই বাস্তবে রূপ দিতে পারেনি। বড় হওয়ার পর পোষাকের প্রতি একটা নেশা কাজ করছে এমন একটা অনুভূতি তিনি বুঝতে পারেন। প্রায় ৬ বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যবসা করছেন তাঁদের লাইভ দেখতেন। তখন তাঁর ইচ্ছা হতো তাঁদের মতো ব্যবসা করতে, তাদের মতো লাইভে এসে কথা বলতে। এরপর আর তাঁকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তাঁর কাজিনের মাধ্যমে নারী উদ্যোক্তা সংগঠন উইতে যুক্ত হয়ে, হয়ে যান নারী উদ্যোক্তা। তাঁর উদ্যোগের নাম সেলিং ভ্যারাইটিজ আইটেমস। প্রতিষ্ঠা করেন ২০২০ সালের ১৩ জুলাই।
কিভাবে শুরু করলেন তাঁর এই উদ্যোগ এ বিষয়ে দৈনিক সকালের সময়কে জান্নাতুল আফরোজ তানু বলেন, শুরুতে কোনও পুঁজি ছিলনা। কিভাবে শুরু করবো ভাবছিলাম। পরে স্বামীর কাছে থেকে ১ হাজার টাকা দিয়ে থ্রিপিস নিয়ে আসি। বাকী টাকা পরে পরিশোধ করি। তিনি আরও বলেন, ভালো এবং ন্যায্য দাম হলে কাস্টমার বার বার আসবে। আমার পণ্য যে নিয়েছে সে নিয়মিত কাস্টমার হয়ে গেছেন। এছাড়াও উই গ্রুপ থেকে অনেক ধরনের ট্রেনিং করেছি, অনেক কিছু শিখেছি। উই গ্রুপের মাধ্যমে গত বছর আইসিটি থেকে আমাদের ১ হাজার জন নারী উদ্যোক্তাদের স্মার্ট নারী উদ্যোক্তা গ্রান্ট ৫০ হাজার টাকা করে দিয়েছে। যার সবটুকু আমার উদ্যোগে বিনিয়োগ করেছি। এখন উদ্যোগটাকে অনেক বড় করার স্বপ্ন দেখছি।
জান্নাতুল আফরোজ তানু এর প্রতিষ্ঠান ‘সেলিং ভ্যারাইটিজ আইটেমস’ হাতের কাজের সব ধরনের পণ্য এবং দেশীয় শাড়ি থ্রিপিস নিয়ে কাজ করছে। তাঁর প্রতিষ্ঠানের পণ্য রাজশাহী হতে কর্মচারীর মাধ্যমে কাজ করিয়ে নেন। ঢাকার রায়েরবাগ থেকে তাঁর ব্যবসা পরিচালনা করছেন। ব্যক্তি জীবনে জান্নাতুল আফরোজ তানু’র ২ ছেলে এবং স্বামী মো: আনোয়ার হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট
