ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ডা. তাসনীম তামান্না ঝিলিক

পেশা আর নেশার কাজ চলছে একসাথে


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:২

বর্তমানে টঙ্গীতে বাদাম কন্যা নামে পরিচিত ডা. তাসনীম তামান্না ঝিলিক। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ছিলো ছোটবেলায়  কিন্তু বাবার স্বপ্ন ছিলো মেয়ে চিকিৎসক হবে। বর্তমানে তিনি চিকিৎসক এর পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। আপনার কেন মনে হলো উদ্যোক্তা হওয়া দরকার? এ প্রশ্নের জবাবে ডা: তাসনীম  বলেন, বরাবরই গতানুগতিক ধারার বাহিরে আমার কাজের নেশা ছিলো।  সব সময় মনে হতো ভিন্ন কিছু করবো। আর উদ্যোক্তা হওয়ার সাধ হয় আমার ইন্টার্ণশীপের শেষের দিকে। কারণ তখন বলা যায় আমি প্রায় বেকার, সাথে আমার ৬ মাসের মেয়ে। এদিকে চলছিলো করোনার মহামারী। ইন্টার্ণ শেষ করেই জব হবে নিশ্চয়তা নেই। আবার বাসায় কো মরবিট বাবা, মা আর ছোট্ট মেয়েকে নিয়ে চাকরি করাটা অনেকটাই রিস্ক ছিলো।  সে সময়ে আমার সহকর্মীরা সবাই পোস্ট গ্রাজুয়েশন, বিসিএস নিয়ে ব্যস্ত। তবে, আমার মনে হয়েছে এমন কিছু করতে হবে যেনো হাজবেন্ডের সাথে পারিবারিক ও নিজের সাপোর্ট দিতে পারি। নিজের জন্য কিছু করতে পারি। করোনার ভয়াবহতা দেখে শিখেছিলাম ডু অর ডাই।  হোক না তা নিজ প্রফেশনের বাহিরে অন্য কিছু। হালাল রুজি তো। এরপর কিছুদিন নিজেকে নিয়ে রিসার্চ করলাম কি করা যায়। জয়েন হলাম উইমেন ই কমার্স ট্রাস্ট গ্রুপে। শুরু হলো আমার উদ্যোক্তা জীবন। তবে বিজনেসটা আমার জন্য লাকী ছিলো। বিজনেস শুরুর পরের মাসেই জব পেয়ে যাই। এরপর থেকেই পেশা আর নেশার কাজ চলছে একসাথে। 


ডা. তাসনীম তামান্না ঝিলিক এর উদ্যোগের নাম ‘ফুড ক্যানভাস’। প্রতিষ্ঠা করেন ২০২০ সালের ২৩ আগস্ট। প্রতিষ্ঠনটিতে রয়েছে  সব ধরণের বাদাম, বাদাম এর তৈরি বিভিন্ন আইটেম যেমন: ড্রাই ফ্রুটস (রেগুলার,ডায়াবেটিস রেগুলার) , হানি নাটস, ঘি/ বাটার রোস্টেড বাদাম (কাস্টোমাইজড), তালমিসৃ, চিয়া সিডস, কিসমিস, খোরমা খেঁজুর, মোরব্বা, রসুনের আচার। বেবিফুডস ( চালের সুজি, আয়রণ সুজি, ফিরনি মিক্সড, খিচুড়ি মিক্সড যেমন: রাজমা খিচুড়ি মিক্সড, রেগুলার খিচুড়ি মিক্সড)। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৪ জন।  বছরে লেনদেন করে দেড় থেকে ২ লাখ টাকা। তিনি জানান, প্রতিষ্ঠানটির নিয়মিত কাস্টমার ঢাকা, গাজীপুর, রাজশাহী, রংপুর, কক্সবাজার অঞ্চলে সবচেয়ে বেশি। এছাড়াও ৬৪ টি জেলাতে তাঁর পণ্য পৌঁছেছে ।


প্রতিষ্ঠান বড় করা প্রসঙ্গে  ডা. তাসনীম তামান্না ঝিলিক বলেন, বর্তমানে আমি উইমেন ই কমার্স ট্রাস্ট এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের একজন রেজিস্ট্রার্ড উদ্যোক্তা। এছাড়া ইতিমধ্যে বানিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ নিবন্ধন করেছি। ট্রেড লাইসেন্স করেছি। বাকি লিগ্যাল পেপারস এর প্লান করেছি সামনে। যেহেতু এসব একটু সময় আর ব্যয় সাপেক্ষ, কাজেই একটু সময় লাগছে। এছাড়া ইচ্ছা আছে এরপর কেবল খুচরা না পাইকারি সেলের। এর সাথে একটা আউটলেট করার। যেনো কিছু মানুষের কর্মসংস্থান করতে পারি।


ডা. তাসনীম তামান্না ঝিলিক এর বাবার নাম মো: গিয়াস উদ্দিন ও মায়ের নাম মোছা: মাবিয়া বেগম। তাঁর ছোটবেলা কেটেছে বগুড়াতে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া থেকে মাধ্যমিক এবং সরকারি আজিজুল হক কলেজ বগুড়া থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, টঙ্গী, গাজীপুর থেকে এমবিবিএস শেষ করে মাস্টার অফ পবলিক হেলথে পোস্ট গ্রাজুয়েশন করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে।

 

Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ -