ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে গণপরিবহন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১:১৪
জুলাই মাসের লকডাউন শেষ হয়েছে গেল ৫ আগস্ট বৃহস্পতিবার। এরমধ্যেই গত মঙ্গলবার (৩ আগস্ট) এক ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিধিনিষেধের মেয়াদ আরো ৫ দিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট মধ্যরাত থেকে চলিত মাসের লকডাউন চলছে। এ লকডাউনে প্রজ্ঞাপন অনুযায়ী শুধু জরুরি ওষুধ সরবরাহ, কাঁচা পণ্য ও আমদানি-রপ্তানি কাজে নিয়েজিত পরিবহন চলাচলের কথা থাকলেও তা মানছে না বাস পরিববন মালিক শ্রমিকরা। লকডাউন উপেক্ষা করে জীবিকার তাগিদে পরিবহনের চাকা ঘোরাতে হচ্ছে বলে জানান তারা।
 
সরেজমিন শনিবার (৭ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ঘুরে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও কঠোর বিধিনিষেধ অমান্য করে মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। কোনো নির্দেশনা ও নিয়মনীতির তোয়াক্কা না করে যানবাহনগুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেলস্টেশন, এলেঙ্গা, রাবনা বাইসপাস, আশেকপুর, করটিয়া এলাকাসহ সড়কের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যাত্রীরা অবাধে ওঠা-নামা করছে। শুধু তাই নয়, গতকাল শুক্রবার সারাদিন বঙ্গবন্ধু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কেও উত্তরবঙ্গগামী গণপরিবহনের বাড়তি চাপছিল চোখে পড়ার মতো।
 
ঠাকুরগাঁও থেকে আসা সাভারগামী পোশাক শ্রমিক আব্দুল হান্নান জানান, ঈদের গত ১ আগস্ট থেকে হঠাৎ করে আমার কর্মস্থল চাকরিতে যাওয়ার নির্দেশনা আসে। সে মতে অনেক চেষ্টা করেও তখন পরিবহনে কর্মস্থলে পৌঁছাতে পারিনি। যা পেয়েছি মাইক্রোবাস, খোলা ট্রাক। কিন্তু ভাড়ার চেয়েও কয়েকগুণ বাড়তি ভাড়া চাওয়ায় তখন যাইনি। কিন্তু চাকরি বাঁচাতে বাধ্য হয়ে গত শুক্রবার সন্ধ্যায় রওনা হয়েছি বাসযোগে সাভার।
 
যশোরের বেনাপোল থেকে আসা আশুলিয়াগামী আরেক নারী পোশাক শ্রমিকের সাথে কথা হয়। তিনি জানান, গত ১ আগস্ট তার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোগান্তির কারণে আর যেতে পারেননি। কয়েক দিন ধরে শুনে আসছি লকডাউনেও বাস চলাচল করছে। এমন খবরে রওনা হচ্ছি সন্তানদের সাথে নিয়ে। বাস কম চলে। তবে ভাড়া অনেক বেশি।
 
নাটোর থেকে আসা বাসচালক কাদির জানান, লকডাউনে পরিবার নিয়ে নানা সংকটে পড়ছি প্রতিনিয়ত। তাই ঝুঁকি নিয়েই বাস চালাতে হচ্ছে। তিনি আরো জানান, রাত ও ভোরবেলায় মহাসড়কে পুলিশ থাকে না। বাস টানের উপরে থাকলে বাস দেখলেও পুলিশ কিছু বলে না।
 
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, দূরপাল্লার বাস টাঙ্গাইল অংশে ‍এলে ঘুরিয়ে দেয়া হচ্ছে। ৩০টি যানবাহনকে মামলা দিয়ে সেগুলোকে ঘুরিয়ে দেয়া হয়েছে। বসানো আছে চেকপোস্ট।

এমএসএম / জামান

মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ

বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান