ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নকশীকাঁথা ও সব ধরনের মসলার উদ্যোক্তা শারমিন সুলতানা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৪:৫


রনি রহমান ৥৥
একজন সাধারন চাকরিজীবি হওয়ার স্বপ্ন দেখতেন শারমিন সুলতানা।  বর্তমানে তিনি একজন নারী উদ্যেক্তা। কাজ করছেন নকশীকাঁথা ও সব ধরনের মসলা নিয়ে। কেন এসব পণ্য নিয়ে আপনি কাজ করতে আগ্রহী হলেন এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা দৈনিক সকালের সময়কে বলেন, ছোট বেলা থেকে শেলাইটা খুব ভাল পারতাম। তাই এটা নিয়েই শুরু করেছি। মসলা সব বাসাতেই প্রয়োজন, তাই মসলা নিয়ে শুরু করেছি।

 
শারমিন সুলাতানার উদ্যোগের নাম ‘ফারহান অনলাইন শপিং’। প্রতিষ্ঠা করেন ২০২০ সালে। পণ্যের বিশেষত্ব সম্পর্কে  শারমিন জানান, মসলা সবসময় গুণগত মান ঠিক রেখে একদম ফ্রেশ মসলা সরবরাহ করা হয়। নকশীকাঁথা অনেক বড় করা হয়। সেইসাথে রং উঠবে না এমন নিশ্চয়তা দেয়া হয়। ফারহান অনলাইন শপিং এর গ্রাহক অনলাইনে সারা দেশেই আছে। প্রতিষ্ঠান বড় করতে শারমিন সুলতানা ইতোমধ্যেই ২ জন কর্মচারি রেখেছেন। আরও বেশি সংখ্যক কর্মী দিয়ে কাজ করানোর উদ্যোগ গ্রহণ করছেন।

উদ্যোক্তা হিসেবে অনলাইনে ব্যবসা করতে গিয়ে উদ্যোক্তা প্লার্টফর্ম ইপি থেকে আপনি কেমন সুবিধা পান? এমন প্রশ্নের জবাবে শারমিন সুলতানা বলেন, যা পেয়েছি তাতেই আমি খুশি। ভালবাসার জায়গা থেকে কিছু আশা করিনা, ভালবাসা ছাড়া। এছাড়াও তিনি পরামর্শ দেন শিক্ষিত প্রতিনিধি নিতে হবে। মানে কোয়ালিটি আরও দেখতে হবে। ইপিকে বাংলাদেশের শীর্ষ স্থানে নেয়ার জন্য লোন ও অনুদানের ব্যবস্থা করতে হবে।

শারমিন সুলতানার বাবার নাম হারুন আল রশিদ ও মায়ের নাম চাঁদ সুলতানা।  ছোটবেলা কেটেছে বরগুনা জেলায়। পড়াশোনা করেছেন বাউফল থানায়। তাঁর স্বামীর নাম ইব্রাহীম খলিল। পরিবারে তাঁর ৩ সন্তান রয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালীতে অবস্থান করে তাঁর ব্যবসা পরিচালনা করেছেন। 

 

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন