উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শনিবার (২৩ সেপ্টেম্বর) থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলা ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সুবিধার জন্য ওয়াশব্লক (শৌচাগার) নির্মান করা হয়। গত ১৯ সেপ্টেম্বর স্কুল শেষে প্রধান শিক্ষক প্রতিদিনের মত বিদ্যালয় ও শৌচাগারে তালা লাগিয়ে বন্ধ করে চলে যান। এরপর পরদিন ২০ সেপ্টেম্বর সকালে এসে দেখতে পান অজ্ঞাত চোরের দল ওয়াশব্লকের তালা ভেঙ্গে এক হর্সের পানির মোটর চুরি করে নিয়ে যান। এ ঘটনায় প্রধান শিক্ষক শনিবার (২৩ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দেন।
মাদারটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সরকার জানান, বিদ্যালয়টিতে ১শ ৫০ জন ক্ষুদে শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য সুবিধার জন্য ওয়াশব্লক নির্মান করা হয়েছিল। কিন্তু চোরের দল পানির মোটরটি চুরি করে নিয়ে যাওয়ায় কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
ওই বিদ্যালয়ের সভাপতি মাহবুবর রহমান বলেন, মোটর চুরি ঘটনায় প্রধান শিক্ষককে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied