ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিজিএমইএ নেতা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪৪

দেশের পোষাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সাবেক সহ সভাপতি ও পরিচালক মোহাম্মদ নাছির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সহ সভাপতি হওয়ার পর চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।  বিভিন্ন সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিজিএমই সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির 
ছাত্রজীবনে ১৯৮৪-১৯৯০ সালের দিকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ১৯৯২-২০০১ সাল পর্যন্ত পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০০৩-২০০৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক। ২০০৯-২০১৯শিল্প ও বাণিজ্য সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। ২০১৬-২০১৯ সাল থেকে অর্থ ও পরিকল্পণা বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। ২০১২-২০২২ সাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃকি সম্পাদক। গত ৪ অক্টোবর ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পান। এছাড়া বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ নাাছির। শিল্প প্রতিষ্ঠান আরএমজি এন্ড টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিজ স্কিল কাউন্সিল। সাবেক সহ সভাপতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ)। ব্যবস্থাপনা পরিচালক মাসুদ এ্যাপারেলস লিমিটেড। ট্রাস্টি বোার্ডের সদস্য বিজিএমইএ ইউনিভার্সসিটি অব ফ্যাশন এন্ড  টেকনোলজি। সদস্য- দূর্ঘটনায় আহত শ্রমিকদের সহায়তা ট্রাস্ট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 
সমাজিক কর্মকান্ডের মধ্যে চট্টগ্রাম বিজেনেস ফোরম ঢাকা আহ্বায়ক, সোসাইটি ফর এন্টি এডুকেশন মুভমেন্ট সহ সভাপতি, চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকা সাবেক সাধারণ সম্পাদক। চট্টগ্রাম-সমিতি ঢাকা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পটিয়া সমিতি ঢাকা সাবেক সাধারণ সম্পাদক। বিজিএমইএ স্কিল ইমপ্লেইমেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (সিইএলপি), সিইবিএএল সহ সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী জাতীয় ও আর্ন্তজাতিক একাধিক সংগঠনের দীর্ঘদির ধরে নেতৃত্বে দিয়ে আসছে। মোহাম্মদ নাছির প্রধামন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ২০১৫, ২০১৬, ২০১৭, এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রীর সাখে জাতি সংঘের সাধারণ অধিবেশনে অংশ নেন। মোহাম্মদ নাছির প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়ততা তহবিল থেকে পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় সাড়ে চার শতাধিক গরীব অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করে আলোড়ন সৃষ্টি করেছে। মোহাম্মদ নাছির পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের মরহুম আব্দুল করিমের পুত্র। পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের বড় একটি অংশ বিজিএমইএ নাছিরের নিয়ন্ত্রণে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পটিয়া উপজেলা ও পৌরসভার প্রতিটি এলাকায় বিজিএমইএ নাছিরের কর্মী সমর্থক রয়েছে। তিনি আওয়ামী লীগের দুসময়ে দলীয় নেতা কর্মীদের আপদ বিপদে পাশে ছিলেন। এখনো আছে, উনাকে দলীয় মনোনয়ন দেয়া হলে পটিয়াবাসী এবং নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকিবে। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিজিএমই সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির বলেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য, যতটুকু সম্ভব সাধ্যমত মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দলীয় মনোনয়ণ কে পাচ্ছে কাকে দিবে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে।  উল্লেখ্য চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আরও আলোচনায় রয়েছে জাতীয় সংসদের হুইপ বর্তমান এমপি সামশুল হক চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট রানা দাশগুপ্ত, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, বাংলাদেশ ফুটবল টিমের সাবেক অধিনায়ক সত্যজিত দাশ রুপু, প্রবাসী আওয়ামী লীগ নেতা ড. জুকারনাইণ জীবন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ