ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

প্যানেল মেয়রের ভাই খোকনের দাপট

রেলের নোটিশেও থামেনি ভেলুয়ার দিঘির জুয়া


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:১৭
মাছ চাষের জন্য ইজারা নিয়ে প্রকাশ্যে ঢাক-ঢোল পিটিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে আবদুল মান্নান খোকনের বিরুদ্ধে। সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ভাই। সম্প্রতি এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে রেলওয়ে পুর্বাঞ্চলের বিভাগীয় ভূমি কর্মকর্তা। এই নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরারবরের মতোই প্রকাশ্যে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি নোটিশের পরও গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) জুয়ার চলেছিল বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। 
 
গত ৫ সেপ্টেম্বর বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার দপ্তর থেকে ভেলুয়ার দিঘির ইজারাদার আবদুল মান্নান খোকনের কাছে পাঠানো কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, ’ভেলুয়ার দীঘি নামীয় ১৩.৭৪ একর জলাশয়টি  গত ০১/০৩/২০ইং তারিখের দরপত্র আহবানের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মৎস্য চাষের নিমিত্ত লাইসেন্স প্রদান করা হয়। কিন্তু সেই শর্ত না মেনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে বড়শি প্রতিযোগিতার নামে জুয়ার আসর বসিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করার অভিযোগ আছে। এ ছাড়া মৎস্য চাষের বিপরীতে বাইরে থেকে রাতারাতি মাছ ফেলে বড়শি প্রতিযোগিতার আয়োজন করা লাইসেন্সের শর্ত পরিপন্থী। পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বলা হয়েছে ১২টি ভিআইপি পাশ রেলওয়ে এবং সিএমপির কর্মকর্তাদের উৎকোচের মাধ্যমে ১০০টি সিট ৪০ হাজার টাকা করে বিক্রি করে জুয়ার আসর আয়োজন করছে। এরকম কার্যক্রম রেলওয়ের চুক্তিপত্রের শর্ত বর্হিভূত। ফলে এই রকম কোন শর্ত ভঙ্গের কার্যক্রম সংঘঠিত হলে বা আইন বর্হিভূত কোন কার্যক্রম হলে কর্তৃপক্ষ বিনা নোটিশে এই লাইসেন্স বাতিল করার অধিকার রেল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
 
সুতরাং বড়শি প্রতিযোগিতা বন্ধসহ নান অপকর্মের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায়, লাইসেন্সকৃত ১৩.৭৪ একর জলাশয় বাতিল সহ প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
একই চিঠির অনুলিপি দেয়া হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রেলওয়ে পুর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা, চট্টগ্রামের ডিআরএমকে। সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের জন্য ফিল্ড কানুনগো/আমিন সদর কাচারীকেও।
জানা যায়,  এই জলাশয়টি ইজারা নেয়ার পর থেকেই ইজারার শর্ত ভঙ্গ করে চলছেন একের পর এক। দিঘীর পাড় দখল করে গড়ে তুলেছেন আধাপাকা ঘর, একাধিক ছোট দোকান এমনকি মুরগীর খামারও। কেটেছেন গাছপালা, পাড়ের ক্ষতি সাধন করে বানিয়েছেন বড়শি প্রতিযোগীতার জন্য ১১২ টি আসন। যেখানে প্রতি শুক্রবার বসে জুয়ার আসর। প্রতিটি সিট বিক্রি করা হয় ৪০ হাজার টাকা করে। এর মধ্যে ১২ টি আসন রাখা হয়েছে সংরক্ষিত রেলের উর্দ্ধতন কর্মকর্তাসহ প্রয়োজন সাপেক্ষে এসব ভিআইপি সিটগুলো ফ্রিতে দেয়া হয়। প্রতি সপ্তাহে ১০০ আসন বিক্রি হয় ৪০ লাখ টাকায় আর বছরে পরিমান দাঁড়ায় ২০ কোটি টাকা।
প্রতিযোগী টানতে ঘোষণা করা হয় মোটা টাকার পুরস্কার, আর প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছে অন্যান্য প্রতিযোগীরা। মোটা অংকের পুরস্কারের আশায় জুয়ায় অংশ নিয়ে খালি হাতে ফিরছেন অনেকে। এর ফলে আবারো টাকা জোগার করে টিকেট কিনে জুয়ায় অংশ নিচ্ছেন জুয়ারিরা।    
রেলওয়ে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এমন জুয়ার আসরকে নিয়মিত অপরাধ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অনেকে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ’যাদের ব্যবস্থা নেয়ার ক্ষমতা আছে তাদের মুখ বন্ধ, হয় টাকায়, নাহয় ক্ষমতায় আবার মাছ ধরার লোভেও অনেকে এসব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন।’  
 
রেলওয়ে সূত্র জানায়, এ দিঘিতে মাছ চাষের আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিতে ২০২০ সালের ১ মার্চ আবদুল মান্নন খোকনকে লাইসেন্স দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। 
লাইসেন্সের শর্তে বলা হয়েছে, সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে ১/১/১৪২৬ বাংলা সন থেকে ৩০/১২/১৪৩০ পর্যন্ত ৫ বছর মেয়াদে মৎস লাইসেন্স প্রদান করা হয়েছে। মৎস্য লাইসেন্সকৃত ডেবা/পুকুর/জলাশয় বা অন্য কোন কাজে ব্যবহার করা যাবেনা, মাটি কেটে রেলভূমির ক্ষতি করা যাবেনা, চুক্তিপত্রের যেকোন শর্ত ভঙ্গ হলে তাৎক্ষণিক লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। যেকোন ধরণের ক্ষয়ক্ষতির জন্য কোররূপ ক্ষতিপুরণ দাবী করা যাবেনা বা কোন মামলা মোকদ্দমা করতে পারবে না। 
এসব শর্ত লঙ্গনের কারনে ইতিমধ্যে তাদের লাইসেন্স বাতিল হয়ে গেছে, এখন কর্তৃপক্ষ কি ব্যবস্থ নিবে তা দেখার অপেক্ষা।
এব্যপারে রেলওয়ে পুর্বাঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জিষান দত্ত বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নানা অনিয়মের কথা আমরা শুনেছি। কারন দর্শানোর জন্য নোটিশ দিয়েছি, ব্যাখা চেয়েছি। জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 এব্যপারে জানতে ভেলুয়ার দিঘীর ইজারাদার আবদুল মান্নান খোকনের মোবাইলে কল দিলে প্রথমে নিজের পরিচয় দিলেও প্রতিবেদকের পরিচয় পাওয়ার পর কথা না বলে লাইন কেটে দেন। পরে আবার ফোন দিলে নিজেকে আব্দুর রহিম দাবি করে রং নাম্বার বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ