শান্তিগঞ্জে অপহরণের এক মাস পর শিশু ফারকুল উদ্ধার গ্রেফতার ৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপহরণের একমাস পর ফাইজুর রহমান ফারকুল(১৩) নামের এক শিশুকে ধানের গোলার ভেতর থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার ও ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷
সোমবার (২৫সেপ্টেম্বর) রাত ৩ টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণ গ্রাম থেকে একটি ঘরের ধানের গোলার ভেতর থেকে শিকল বাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ছাতক উপজেলার হরিশ্বরণ গ্রামের আব্দুল সালামের অউত্র জুনেদ (২৫), আব্দুল কাদিরের পুত্র মো: জিয়াউর রহমান (২২), মৃত মদরিছ আলীর পুত্র মো: আব্দুল সালাম (৫২), আব্দুল সালামের মেয়ে মোছা: খাদিজা বেগম (১৮), অপহরণের মূল পরিকল্পনাকারী শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র বিলাল মিয়া (৪২), মো: বিল্লাল মিয়ার স্ত্রী বেগম (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে ফাইজুর রহমানকে ডাউকানদীর পাড় হতে অজ্ঞাতনামা ব্যক্তিরা নৌকাযোগে গত ২৫ আগস্ট দুপুরে অপরহণ করে নিয়ে যায়৷ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধ্যান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা।
এরপর পুলিশ নিখোঁজ ডায়রী তদন্তকালে অপহরণকারীরা অপহৃত ফারকুল এর নির্যাতনের ভিডিও ধারণ করে ইমু নাম্বার ব্যবহার করে সেই ভিডিও ফারকুলের আত্নীয়স্বজনের ইমুতে পাঠিয়ে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই কাজল চন্দ্র দেব, এসআই মোহন রায়, এএসআই রুবেল আহম্মেদ সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম ছদ্মবেশে অপহরণকারীদেরকে দাবীকৃত মুক্তিপণের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণকারী দলের সাথে যোগাযোগ করে।
অপহরনকারীরা ছাতক থানার একটি নির্জন হাওরের ভিতরে ছদ্মবেশদারী উক্ত পুলিশের টিমকে নিয়ে মাটির রাস্তায় একটি কালভার্ট পার্শ্বে ধান ক্ষেতের আইলের মধ্যে তাহাদের দাবীকৃত টাকা রাখার জন্য বলে। পুলিশ তাদের কথামতো অনুমান সন্ধ্যা ৬ টায় টাকা রেখে ফাঁদ পেতে ধান ক্ষেতের আইলের চার পাশে উৎপেতে শুয়ে থাকে। এরপর রাত সাড়ে ৮ টায় অপহরণকারী দলের জুনেদ নিতে আসলে উৎপেতে থাকা পুলিশ টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে আটককৃত জুনেদ এর বসতবাড়ীর ২য় তলার ধানের গোলায় ফারকুলকে শিকল দ্বারা বাঁধা অবস্থায় উদ্ধার করে ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, রুদ্ধশ্বাস অভিযানের মধ্যদিয়ে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied