ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্ধের টাকা নয় ছয়


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শহরগছী ক্লাষ্টারের প্রভূরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্ধের টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় তৃতীয় শ্রেনীর ক্লাস রুমে পায়ের গোড়ালী পর্যন্ত পানি তার মধ্যই চলছে ক্লাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানায় গত অর্থ বছরে বিদ্যালয় মেরামত করার জন্য বরাদ্ধ আসে দুই লক্ষ টাকা, মেরামত করা হলেও পানি পরছে ক্লাসে। তিনি জানায় বারাদ্ধকৃত টাকার সঠিক ব্যবহার হয়নি। কত টাকা খরচ কারা হয়েছে জানতে চাইলে তিনি বলেন বিদ্যালয় বন্ধের দিন কাজ করান তাই আমরা বলতে পারবো না এবং কোন ক্ষাতে কত টাকা খরচ হচ্ছে আমরা জানি না প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকা অফিসার মিলে কাজ করেন। প্রতি বছর স্কুলের অবকাঠামো এবং শিক্ষার মান উন্নয়নে বরাদ্ধ দিচ্ছে সরকার কিন্তু প্রধান শিক্ষক ও এটিও মিলে বরাদ্ধকৃত অর্থ নাম মাত্র কাজ করে ভাউচার দেখিয়ে মেরে দিচ্ছে। বিদ্যালয়ের মাঠে জমে আছে পানি ছাত্র ছাত্রীদের কাছে এ্যাসেমব্লী হয় কি না জানতে চাইলে তারা জনানায় বিদ্যালয়ে কোন পিটি ও জাতীয় সংগীত শিখানো হয় না। শিক্ষার মান এতটাই খারাপ যে পঞ্চম শ্রেীনীর ছাত্রের নিকট সরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ কি জানতে চাইলে বলেন জানি না। এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা বলেন আমরা শুনি বরাদ্ধ আসে কিন্তু কোন কাজ করতে দেখিনা। প্রধান শিক্ষক সকালে আসেন সারাদিন বসে থেকে চলেযান কোন পড়া লেখা হয়না। তারা আক্ষেপ করে বলেন, বলে লাভ নাই, যাদের দেখার দায়িত্ব তারাইতো দেখে না। প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা বেগম এর নিকট গত অর্থ বছরের কাজের ভাউচার চাইলে তিনি বলেন আমার কাছে নাই এটিও বোরজাহান কবির স্যারের নিকট আছে। অফিসের কাগজ সহকারী শিক্ষা অফিসারের নিকট কেন জানতে চাইলে কোন উত্তর দিতে পারেননি। এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবির এর নিকট ফোন করলে তিনি বলেন,ভাউচার নিতে হলে আপনাকে আগে আবেদন দিতে হবে, পরে ভাইচার পাবেন। বিদ্যালয়ের একটি ভাউচার আমাদের হাতে আসে সেখানে, ২১-২২ অর্থ বছরে প্যানা বানানো খরচ দেখানো হয়েছে সাত হাজার,প্যারা টিচার বেতন দশ হাজার,দুইটি জানালার পর্দা কিনেছেন পাঁচ হাজার, তিনটি বাল্প কিছেন পনেশ,টিউবয়েল মেরামত করেছেন ছয় হাজার টাকাসহ অন্যন্য মোট পঞ্চাশ হাজার।প্যারাটিচার নেওয়ার কোন নিয়ম না থাকলেও বারাদ্ধের টাকা দিয়ে প্রতি মাসে প্যারা টিচারের বেতনদেন দশহাজার টাকা। যে ক্লাসে পানি পরছে ঔ ক্লাসের ছাদের টিন মেরামত করতে খরচ হয়েছে উন-আঁশি হাজার এবং ছাত্র-ছাত্রী না থাকলেও ব্রেঞ্চ মেরামত করতে ব্যয় হয়েছে পয়ত্রিশ হাজার,প্রতিটি ভবনের প্লাষ্টার খসে পড়ছে তাতেই রং করতে খরচ হয়েছে ছিয়া-আশি হাজার টাকা মোট খরচ দুই লক্ষ।
বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা খারাপ এবং প্রতি বছরের বরাদ্ধের টাকার কোন কাজ হয়নি এমন প্রশ্নে বিদ্যালয়ের সাবেক সভাপতি সোহেল রানা শিবলু বলেন, আমি শুধু চেক সই করেছি কাজ করেছে প্রধান শিক্ষক।
কাজ না করে প্রতি বছরের বরাদ্ধের টাকা আত্নসাৎ করছে প্রধান শিক্ষক এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা এর নিকট জানতে চাইলে বলেন, আপনারা রিপোর্ট করে পত্রিকা জমা দিয়েন তদন্ত করে ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’