ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ছিনতাই মামলায় সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেফতার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-৯-২০২৩ বিকাল ৫:৪৭
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী সুমন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামী করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাইস গ্রামের আব্দুল মতিনের ছেলে মো: সুমন মোবাইল সেট বিক্রীর ব্যবসা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাবসায়ী সুমন ও তার সহযোগী মো: সাইদ গত ১৩ সেপ্টেম্বর সকালে বিভিন্ন ব্রান্ডের ২৮৩টি মোবাইল সেট (যার বাজার মূল্য ৪০ লাখ ১০ হাজার ৪৫ টাকা) নিয়ে প্রাইভেটকার যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌছালে দুটি মটরসাইকেল যোগে ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন, সাধারণ সম্পাদক সাজু, অলি ও অজ্ঞাতনামা একজন তাদের গতিরোধ করে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে হুমকি দেয়। একপর্যায়ে তাদের কয়েকজন ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারে উঠে গাড়িটি নিয়ন্ত্রনে নিয়ে নেয়। পরে ব্যবসায়ীদের মারধর করে সাথে থাকা বিভিন্ন ব্রান্ডের ২৮৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সর্বশেষ ব্যবসায়ীদের বহনকারী গাড়িটি বিভিন্ন এলাকা ঘুড়িয়ে মহাসড়কের কাঁচপুর এলাকায় ছেড়ে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর রোববার দিবাগত রাতে পুলিশ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিন ও সাজুকে গ্রেফতার করে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের ১৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে রবিনকে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যহতি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবী রবিন নিজেকে এখনও ছাত্রলীগের সভাপতি দাবী করে উপজেলা আওয়ামীলীগের সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরুর কর্মী পরিচয়ে তার সহযোগিদের নিয়ে একের পর এক অপরাধ সংগঠিত করে আসছে। তার এ কর্মকান্ডে স্থানীয় আওয়ামীলীগ কোন রকম ব্যবস্থা না নেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
এব্যাপারে ডা. আবু জাফর চৌধুরী বিরুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সাজু ও রবিন নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ছিনতাই, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, হামলা ভাংচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা