সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মুক্তিযোদ্ধার স্ত্রী
লিজের জন্য আবেদন করা একটি সরকারী জায়গায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রফিকুল ইসলাম। তাঁর মৃত্যুর পর সন্তানদের নিয়ে সেই ঘরেই থাকছেন তাঁর স্ত্রী। সম্প্রতি আশেপাশে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বিনা নোটিশে হঠাৎ করেই প্রশাসন ভেঙ্গে দেন মুক্তিযোদ্ধা পরিবারের একমাত্র বসবাসের সেই ঘরটি। ফলে কোথাও যাওয়ার জায়গা না থাকায় প্রায় ২ সপ্তাহ ধরে খোলা আকাশের নিচেই বসবাস করছেন তাঁরা। সরেজমিনে চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ১০নং জঙ্গল ছলিমপুরের ১নং ওয়ার্ডের ২নং সমাজে খোলা আকাশের নিচে একটি চৌকির উপর শুয়ে আছে মুক্তিযোদ্ধার ৫/৬ বছর বয়সি নাতি। এমন পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, জমিটি মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নামে লিজ দেয়ার কথা ছিল। সরকারের কাছে আবেদন করা আছে, উচ্চ আদালতও লিজ দেয়ার পক্ষে মত দিয়েছেন তাই জমিটি তারা পাবেন এই আশায় কষ্ট করে প্রায় ৩০ বছর যাবৎ বসবাস করে আসছেন। হঠাৎ কোন নোটিশ ছাড়াই ঘরটি ভেঙ্গে দেন জেলা প্রশাসন। তবে স্থানীয় উপজেলা প্রশাসন বলছে সরকারি খাস জমি উচ্ছেদে তৎপর প্রশাসন। এরই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
জানা যায়, নিজের থাকার জায়গা না থাকায় প্রায় ৩০ বছর আগে বসবাসের জন্য ঘরটি তৈরি করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ১০ বছর আগে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও নাতিদেও নিয়ে সেখানে বসবাস করছেন। তবে জায়গাটি তাদের নামে লিজ পাবেন বলে তাঁরা এখনো আশাবাদি।
এব্যপারে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং-১৬৩/২০১৩) আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বলেন, স্বাধীনতার স্বপক্ষের দল এখন সরকারে আছে। এই সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেককিছু করেছে। এই জমিটিওি মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য বরাদ্দ দিবে বলে আমরা আশাবাদী। আমরা ভূমি মন্ত্রনালয়ের সচিব বরাবরে আবেদন করেছি, যেটার প্রক্রিয়া এখনো চলমান। উচ্চ আদালতে গিয়েছি সেখানেও প্রক্রিয়া চলমান। এই অবস্থায় এসে একটি কুচক্রী মহলের কুপরামর্শে আমাদের আবেদিত ৩৬০ দাগে হাসপাতাল করার অপচেষ্টা করছে। এখানে যারা দায়িত্বে আছে তাদেও চিন্তা করতে হবে আজ যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে তাঁরা ডিসি. ইউএনও হতে পারতেন না। সুতরাং সরকার যদি এক গন্ডা জমি লিজ দেয় তাহলে সবার আগে সেটি মুক্তিযোদ্ধারাই পাওয়ার দাবীদার। আর চট্টগ্রামে হাজার হাজার একর সরকারি জমি দখল করে প্রভাবশালী ভূমিদস্যুরা ভোগ করছে। প্রশাসন তাদের কাছে ঘেষতে পারছেনা। মুক্তিযোদ্ধারাতো কোটিপতি বা শিল্পপতি নয়, তারা অর্থের কাছে অসহায় তাই তাদের উপর জুলুম চালাচ্ছে বলে আমরা মনে করছি। উচ্ছেদ করার জন্য উচ্চ আদালতের নির্দেশ আছে এমন জায়গা তাঁরা উচ্ছেদ করতে পারছেনা কিন্তু আমাদের এখানে আসছে দায়িত্ব দেখানোর জন্য। আমাদের আজকে যাদের ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের উপর আমানবিক আচরণের মাধ্যমে সরকারকে মুক্তিযোদ্ধাদের মুখোমুখী দাড় করার অপচেষ্টা করছে। পরিত্যক্ত সরকারি খাস জমিতে মুক্তিযোদ্ধা পরিবার সহ ভূমিহীনদের পূর্ণবাসনের ব্যবস্থা করবে প্রশাসন তথা সরকার এমনটাই প্রত্যাশা করছি।
এব্যপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম বলেন, আমরা কারো পক্ষে বিপক্ষে নই। আমরা সরকারি চাকরি করি। জনসেবা করাই আমাদের উদ্দেশ্য, সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়েও সবার মন রক্ষা করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যথাযথ পালনের জন্য।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার