সিএমপিতে কনস্টেবলের কাছে অবৈধ পিস্তল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের পাহাড়তলী থানার কনস্টেবল ও সাবেক চান্দগাঁও থানার কর্মরত ইব্রাহিম সিভিল পোশাকে ব্যবহার করছে অবৈধ অস্ত্র। দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় এ অস্ত্র কনস্টেবল চাঁদাবাজির কাজে ব্যবহার করেছে এমন অভিযোগ বিভিন্ন আবাসিক হোটেল ও আবাসিকে অনৈতিক কাজ থেকে। অস্ত্রটি সিএমপির পশ্চিম জোনের পাহাড়তলীর এসি তথা চাঁন্দগাওয়ের সাবেক ওসি মঈনুর রহমানের ব্যক্তিগত বলে জানিয়েছেন কং/৬৩০৫ মোহাম্মদ ইব্রাহিম(বিপি নং-৮৮০৭১১২৮১৩)।
প্রশ্ন উঠেছে, নিরস্ত্র কনস্টেবলের কাছে অস্ত্র এলো কিভাবে ? সাবেক ওসি মঈনুর রহমান কেন ব্যক্তিগত অস্ত্রটি ইব্রাহিমের কাছে রেখে গেছেন। আরো অভিযোগ রয়েছে এমন অস্ত্রে সুসজ্জিত হয়ে কনস্টেবল ওসি’র কক্ষে ফটোসেশনও করেছেন। ইব্রাহীম বলছেন ভিন্ন কথা, পিস্তলটি মঈনুর স্যারের ব্যক্তিগত এবং আমার কাছেই থাকে সবসময়।
এ ব্যাপারে পশ্চিম জোনের সহকারী কমিশনার ও চাঁন্দগাও থানার সাবেক ওসি মোহাম্মদ মঈনুর রহমান বলেন, আমি যখন ওসি ছিলাম ইব্রাহিম তখন আমার গানম্যান ছিল। আমার সরকারী পিস্তলটি তার কাছেই থাকতো। তিনি আরো বলেন কেউ গানম্যানের কাছে সরকারী নিরাপত্তা পিস্তলটি রাখে আবার কোন কোন কর্মকর্তা নিজের কাছেই রাখে। কারণ পিস্তলের প্রশিক্ষণ না থাকলে গানম্যানের কাছে পিস্তল না রাখাটাই ভালো। পিস্তল দেখিয়ে বিভিন্ন হোটেল ও আবাসিকে অনৈতিক কাজের চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গেছেন। তবে গত ২৭ মার্চে -সহকারী কমিশনার হেডকোয়াটার্সের গাড়ী চাঁন্দগাঁও থানা কম্পাউন্ডে যাওয়ার কারণ সম্পর্কেও তিনি কিছু বলেননি। এমনকি কনস্টেবলের কাছে ব্যক্তিগত পিস্তল রাখার বিষয়ে কিছুই বলেননি। আবার দুটি পিস্তল তিনি কিভাবে পরিচালনা ও রক্ষাণাবেক্ষণ করেন সে বিষয়েও কিছু বলেননি।
কনস্টেবল ইব্রাহিম অবৈধ পিস্তলের বিষয়ে বলেন, আমি কখনো কারো বডিগার্ড ছিলাম না। আর পিস্তলটা আমার নয়। এটা সাবেক ওসি মঈনুর সারের। উনি আমাকে রাখতে দিয়েছিলেন। পিস্তলটি সরকারী নাকি ব্যক্তিগত এমন প্রশ্নে ইব্রাহিম বলেন, পিস্তলটি মঈনুর স্যারের ব্যক্তিগত। এটা অনেক সময় আমার হাতে থাকতো। প্যান্টের বেল্টের সঙ্গে পিস্তলটি খোলশে রাখা প্রসঙ্গে বলেন, পিস্তল কিভাবে দেখলেন। এরপর পিস্তলটি বডিতে রক্ষিত অবস্থায় ছবি প্রতিবেদকের কাছে থাকা প্রসঙ্গে কোন উত্তর করেননি ইব্রাহিম। আমি চান্দগাঁও থানায় প্রায় ১৭ মাস এবং এর আগে ৫ বছর পাহাড়তলী থানায় ওসি মঈনুর স্যারের সঙ্গে কাজ করেছি। এখন আবার তিনমাস ধরে পাহাড়তলী থানায় কাজ করছি।
আরো অভিযোগ রয়েছে, বিভিন্ন থানার ক্যাশিয়ার পরিচয়ে কনস্টেবল মোহাম্মদ ইব্রাহীম এ অবৈধ অস্ত্রের যত্রতত্র শোডাউন দেখিয়ে মাসে প্রায় ৫ লাখ টাকা চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। প্রায় ১৫টি হোটেল ও ৮টি আবাসিক পতিতালয় থেকে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে হোটেল মালিকদের পক্ষ থেকে। ইব্রাহীমকে চাঁদা প্রদানকারী হোটেলগুলোর মধ্যে রয়েছে, বহদ্দারহাটের হোটেল গুলজার, এস এ হোটেল, খান হোটেল, হোটেল নাদিয়া ও হোটেল রাজ। চাঁন্দগাঁও থানার মোড়ে হোটেল টাইম ইন ও সাতকানিয়া গেস্ট হাউস, স্বাধীনতা কমপ্লেক্সের সামনে হোটেল রিগ্যাল প্যালেস, বাহির সিগন্যাল মোড়ে হোটেল রিভার ভিউ। এসব হোটেল থেকে প্রতি মাসে অনৈতিক কাজের জন্য ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো কনস্টেবল ইব্রাহিম। এছাড়া থানাকে টাকা দিয়ে পতিতালয় কার্যকর রেখেছে সিএন্ডবি এলাকার নাজিম, মৌলভী পুকুর পাড় এলাকার নুর উদ্দিন, রাহাত্তারপুল এলাকার মানিক, এক কিলোমিটার এলাকার মিলন ও কাপ্তাই রাস্তার মাথা এলাকার মোমিন।
থানার ভিডিও ফুটেজ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ইব্রাহিমের নানা অনিয়ম ও চাঁদা কালেকশনের বিষয়টি। এ বিষয়ে জানার পর গত ২৭ মার্চ ডিসি হেড কোয়াটার্স মোহাম্মদ আব্দুল ওয়ারীশ এক বদলী আদেশে কনস্টেবল ইব্রাহিমকে বদলী করে দেন। গত ২৮ মার্চ মঙ্গলবার রাতে অফিসিয়াল গাড়ীসহ চালক বাহাদুরকে কি কারণে পাঠিয়েছেন এসি হেডকোয়াটার্স তা এখন প্রশ্নবিদ্ধ। চান্দগাঁও থানা কম্পাউন্ডে গাড়িটিসহ রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত চালক বাহাদুর ইব্রাহিমের সঙ্গে কেন ছিল। ইব্রাহীম চালক বাহাদুরের সঙ্গে থানার সামনের হোটেল ও থানায় এ বিষয়ে কথা বলেছে। যা থানার ভিডিও ফুটেজে রয়েছে। ২৮ মার্চ রাত ১১ টা ৫০মিনিটে কনস্টেবল ইব্রাহীম বদলীর ছাড়পত্র (কমান্ডিং কপি বা সিসি) নিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে চাঁন্দগাও থানা ত্যাগ করেছেন কি কারণে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার