চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের নির্বাচনের তফসিল ঘোষণা
চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার বিকেলে (২৭ সেপ্টেম্বর) নগরের কালামিয়া বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদ'২৩'২৩ এর চেয়ারম্যান জাতীয় শ্রমিক লীগ নেতা কাঞ্চন দাসের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এই তফসিল ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি /সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়নের কার্যকরী পরিষদের কর্মকর্তাগণ, বিভিন্ন শাখার সভাপতি /সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ। নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান তফসিল ঘোষণায় বলেন, বৈধ ভোটারদের স্বতঃস্ফূর্ত সকলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ গোপন ব্যালেটে আগামী ২৫ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গোপন ব্যালেটে ভোট গ্রহণ চলবে একইদিনে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আগামী ২৯/০৯/২০২৩ ইং সকাল ১১ টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে খসড়া ভোটার তালিকা টাঙ্গানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে এবং নির্বাচনের দিন সকাল ৯ ঘটিকায ভোট শুরুর ৪৮ ঘন্টা আগে ২৩ অক্টোবর রাত ৯ ঘটিকায় প্রার্থীদের সকল প্রকারের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। তফসিলে বর্ণিত বিভিন্ন তারিখ ও সময়ে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, যাচাই বাছাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,, মনোনয়ন ফরম বিক্রি, মনোনয়ন ফরম জমাদান, জমাদানকৃত মনোনয়ন ফরম যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের কথা উল্লেখ করা হয়। তাছাড়া নির্বাচনী ব্যয় মিটানো লক্ষ্যে নির্বাচন উপ-পরিষদ কর্তৃক অনুমোদিত মনোনয়ন ফরম প্রতিসেট নির্ধারিত মূল্য বাবদ ফি এবং প্রত্যেক পদের বিপরীতে জামানত বাবদ প্রদেয় অর্থ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতঃ তাহা ফরমের সাথে সংযুক্ত করে দেওয়ার কথা বলা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ইউনিয়নের সকল স্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে সুন্দর ও সফল করার জন্য ইউনিয়নের কর্মকর্তাদেরকে ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার মাধ্যমে, শ্রম আইন ও বিধি মোতাবেক পরিচালক, শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ কার্যালয়ের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রতিনিধি প্রেরণের মাধ্যমে, অপতৎপরতা রোধে ও ভোটের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র্যাব, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও নগর গোয়েন্দা বিশেষ শাখার প্রয়োজনীয় সংখ্যক শান্তি শৃঙ্খলা বাহনীর ফোর্স মোতায়েন এবং উপস্থিত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার