জুয়া খেলে টাকা হেরে, স্ত্রী'কে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকায় বিউটিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিউটির পরিবার।
রবিবার (১ অক্টোবর) দুপুরে লিখিত বক্তব্য তুলে ধরেন বিউটির ভাবি শ্যামলী বেগম দাবি করেন এটি আত্মহত্যায় নয়, জুয়া খেলে টাকা হেরে গৃহবধূকে বেধড়ক মারপিট করে বিউটির স্বামী জান্নাতুল ইসলাম। সে একজন পাক্কা জুয়াড়ী। সে তাস ও মোবাইলে অনলাইন জুয়ায় দীর্ঘদিন ধরে আসক্ত। বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা ঋণ করে জুয়ায় হেরে যায়। এ নিয়ে সাংসারিক অশান্তি দেখা দেয়। গত ২০ সেপ্টেম্বর বুধবার স্থানীয় কালীরহাট বাজারের একটি দোকানে বিকেলে জুয়া খেলারত অবস্থায় বিউটির সাথে জান্নাতুলের তর্ক হয়। এতে বিউটিকে শেষ করে দেওয়ার কথা বলে স্বামী জান্নাতুল। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বেধড়ক মারপিটে একপর্যায়ে বিউটি মারা যায়। ঘটনা ভিন্নখাতে নিতে তাঁকে (বিউটিকে) নিজ পরিহিত ওড়নায় গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্ণায় লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় জান্নাতুল। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে লাশ ময়না তদন্ত করে পরিবারের নিকট দেয়।
বিউটি বেগমের ছোট ভাই ছামিউল ইসলাম বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারেনা। তাঁর স্বামী জান্নাতুল জুয়া খেলে টাকা হেরে সংসারে অশান্তি করতো। বোন ও ৪ সন্তানদেরকে খাবার এবং পোষাক দিতে পারতো না। বোনকে ছোট সন্তান নিয়ে চলে আসতে বললে, সে আসেনি। বাচ্চাদের দিকে তাঁকিয়ে কষ্ট/নির্যাতন সহ্য করে ছিল। আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে এখনও জান্নাতুল পলাতক। আমরা পাটগ্রাম থানায় মামলা দিতে গিয়েছি। পুলিশ মামলা নেয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিউটির ছেলে গোলাম মোস্তফা (১৪), লোকমান আলী (৯ মাস), বাবা জহির উদ্দিন, মা ছামিনা খাতুন, বড় বোন খালেদা বেগম, ভাই ছামিউল ইসলামসহ স্থানীয় এলাকাবাসি। সংবাদ সম্মেলনে বিউটির পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডে জড়িত স্বামীর ফাঁসির দাবি করেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,মামলা না নেওয়ার কথাটি সত্য নয়। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না করায়। পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ
মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল
কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি
চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন
স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সাভারের বেদে পল্লিতে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩
ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন
দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি
মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার
বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু
"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের
Link Copied