ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শীতকালীন সবজি, হতাশ কৃষক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:৫৯
বগুড়ার শেরপুরে প্রায় ১০ দিনের টানা বৃষ্টিতে শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বীজতলা। ভারী বর্ষণে  জলমগ্ন রবিশস্যের জমি, হতাশ কৃষক। 
 
বৃহস্পতিবার (পাঁচ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নচাপের ফলে প্রায় দশ দিন টানা বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির জমি জলমগ্নতায় রয়েছে। শীতকালীন সবজি ক্ষেত ও বীজতলায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে কৃষক দিশাহারা। কেউবা নালা কেটে দিয়ে জমির পানি বের করে দেওয়ার চেষ্টা করছে, কেউবা সেচ দিচ্ছে, কেউবা আইল কেটে বাধ দেবার চেষ্টা করছে। কি করবেন বুঝতে পারছেন না তারা। 
 
শেরপুর উপজেলায় এ বছর এখনো পর্যন্ত ৬০০ হেক্টর জমিতে সবজির চাষ করা হয়েছে বলে জানা গেছে উপজেলা কৃষি অফিস সূত্রে। উপজেলার গাড়িদহ, খামারকান্দি, খানপুর, মির্জাপুর, শাহ বন্দেগী, সুঘাট ও সীমাবাড়ি ইউনিয়নের কৃষকরা সাধারণত শীতকালীন সবজি, রবি শস্য চাষাবাদ করে থাকেন। অনেক কৃষক জমি চাষাবাদ করে বীজতলাতে মুলা, ডাটা, পালং শাক, লাল শাক, ধনেপাতা, টমেটো, বেগুন, মরিচ,লাউ, সীম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, করলাসহ নানা শীতকালীন সবজির বীজ বপন করেছেন। বর্তমানে তাদের বপনকৃত বীজতলা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অনেক জমিতেই কাদা পানি জমে বীজতলা নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ চাষী বলছেন ভারী এই বৃষ্টিতে তাদের বপনকৃত সকল রবিশস্যই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এ অবস্থায় রবি শস্য চাষীরা কি করবেন তা নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে নানা হতাশা। নতুন করে জমি চাষাবাদ করে বীজতলা তৈরি বীজ বপন বীজ ক্রয় সার কীটনাশকসহ নানা আনুষাঙ্গিক বিষয়ের হিসেব-নিকেশ মিলাতে রবিশস্য চাষিরা বিপাকে। খামারকান্দি ইউনিয়নের ঘোরদৌড় গ্রামের চাষী সাইফুল ইসলাম বলেন কিছুদিন পূর্বে তিনি জমিতে আগাম টমেটো রোপন করেছিলেন। টমেটোর চারা নষ্ট হয়ে গেছে। অভিজ্ঞ চাষীরা বলছেন এই বৃষ্টিতে রবিশস্যের ক্ষয়ক্ষতি হবে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা অনুমান করা কষ্টকর। তবে এই বৃষ্টি আমন ধানের উপকারে আসবে। গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের চাষী রইচ উদ্দিন বলেন সরকারিভাবে সার কীটনাশক বীজ সহযোগিতা না করলে চাষিদের ঘুরে দাঁড়াতে কষ্ট হবে। 
 
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, রবিশস্য চাষিরা তাদের ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। তাছাড়া আমি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। সাধ্যমত সহযোগিতার চেষ্টা করা হবে। 

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু