চট্টগ্রামে পরিবহনে চাঁদাবাজির মূলহোতা হোসেনসহ আটক ৫
নগরীর চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথার পরিবহনে চাঁদাবাজির মুলহোতা আবুল হোসেনসহ ৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। গত বুধবার রাত ১০টায় রাস্তার মাথার রেললাইন সংলগ্ন আবউল হোসেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর-দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোহাম্মদ আবুল হোসেন (৪১), মোহাম্মদ ইয়াসিন (২৪), মোহাম্মদ রেজাউল করিম (২৪), মোহাম্মদ আল রাফি (২০) ও মো. রানা (৩০)। এর মধ্যে আবুল হোসেনের নামে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ ১০টির অধিক মামলা বলেও জানান এই কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে কাপ্তাই রাস্তার মাথা এলাকার এক দোকানদার বলেন, ‘সিএনজি অটোরিকশার লাইন নিয়ন্ত্রণ করেন আসামি হোসেন। এখানে শুধু লাইন নিয়ন্ত্রণ নয়, স্থানীয় সন্ত্রাসীদের শক্তি প্রদর্শনের পাশাপাশি চলে অস্ত্রের মহড়া, জুয়া, মদ-গাজাসহ মাদকের আসর এবং পতিতাবৃত্তি। রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করেন স্থানীয় থানার পুলিশ।
কয়েকজন অটোরিক্সা চালক অভিযোগ করে বলেন, ‘রাস্তার মাথা থেকে যতবার যাত্রী নিই ততবারই ১০ টাকা করে দিতে হয় আমাদের। এছাড়া প্রতি মাসে ৯০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। তা নাহলে রাস্তার মাথা মোড় থেকে যাত্রী তুলতে দেওয়া হয় না। যেসব অটোরিকশাচালক টোকেন নেননি সেগুলোকে ট্রাফিক পুলিশকে দেখিয়ে দিয়ে মামলা দিয়ে দেন লাইন নিয়ন্ত্রণকারীদের সদস্যরা। আবার তারা দেখিয়ে দিলে সেসব অটোরিক্সা জব্দ করে নিয়ে যায় পুলিশ। কোনো চালক যদি হোসেনের অপকর্মের বিষয়ে প্রতিবাদ করে, তবে ওই চালককে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করেন। ডিবি পুলিশের টিম তাকে গ্রেপ্তার করায়, আমরা অনেক খুশি। তাদেরকে স্থানীয়দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’
আলী আহমদ নামের এক চালক বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে দিনে সাত হাজারের বেশি অটোরিকশা যাত্রী নিয়ে আসা-যাওয়া করে। সে হিসাবে সাত হাজার অটোরিকশা থেকে একবার ১০ টাকা করে নিলে দিনে ৭০ হাজার টাকা, মাসে ২১ লাখ টাকা। মাসে ৯০০ টাকা টোকেন দিয়ে সাত হাজার অটোরিকশা থেকে চাঁদা নেওয়া হয় ৬৩ লাখ টাকা। সবমিলিয়ে মাসে ৮০-৯০ লাখ টাকা চাঁদাবাজি করে তারা, আর এসব চলে হোসেনের (আবুল হোসেন) ইশারায়। মাঝে মাঝে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেও অদৃশ্য শক্তির ইশারায় পুনরায় জামিন পেয়ে যায়। জামিন পেয়ে এখানে পুনরায় ত্রাস চালাতে থাকে।
ডিবির উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান দৈনিক সকালের সময়কে বলেন, ‘চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা রেলবিট সংলগ্ন আসামি আবুল হোসেনের ভাড়া ঘর হতে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১০টি এর অধিক মামলার আসামি মোহাম্মদ আবুল হোসেনসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের হেফাজত হতে জুয়া খেলার নগদ ২ হাজার ৯৩০ টাকা ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং আটককৃত আসামি মোহাম্মদ আবুল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের আলোকে এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার