ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতায় বসতবাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জেরে পূর্ব শত্রুতায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিট শ্লীলতাহানির থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
গত বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামে। এ ঘটনায় একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে শামীম হোসেন সরকার বাদী হয়ে প্রতিবেশি মৃত মোফাজ্জল হোসেন এর ছেলে রুস্তম আলী(৫৫) পিতা মোফাজ্জল,মিলন মিয়া(৩৫) পিতা মৃত মোহাম্মদ আলী, জাফিরুল ইসলাম(৩৮) পিতা মৃত ইছাহাক আলী,রাজা মিয়া(৬৫) পিতা মৃত ময়েজ উদ্দিন,নজরুল ইসলাস(৩৫)মৃত আমজাদ আলী,সবুজ মিয়া(৩০)পিতা ছানা মিয়া, রেজাইল ইসলাম(৩৬)পিতা রাজা মিয়া,সাদেক আলী(৬৫) পিতা আবুল হোসেন, হাসান মিয়া(২৫)পিতা শাহাদত হোসেন,মোজাহার আলী পিতা জয়নাল আলী ফারুক মিয়া(৩০) পিতা মৃত আহম্মদ আলী সর্ব সাং সাপগাছি হাতিয়াদহ গ্রামে বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব থেকে বসতবাড়ির সীমানা নিয়ে অভিযুক্তদের সাথে শামীম হোসেনের দন্দ চলমান ছিল। সেই সূত্রে বাদীর অনুপস্থিতিতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বসতবাড়ির মূল ফটকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বিষয়টি বাদীর স্ত্রী তাদের গালিগালাজে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে গেটে ভাংচুর করে বসতবাড়িতে অনুপ্রবেশ করে তার পরিধেয় কাপড় টেনে হিচড়ে শ্লীলতাহানী ঘটনা। এসময় তারা টিনের বেড়া, দরজা ভাংচুর করে বরান্দায় থাকা ভুট্টা ও ধানের একাধিক বস্তা লুট করে নিয়ে যায়। এসময় তারা ত্রিশ হাজার টাকা ক্ষতি করে। অন্যরা বাদীর বসতঘরে ঢুকে জিনিসপত্র ভাংচুর করে আলমারীর ড্রয়ারে বাড়ী করার জন্য রক্ষিত দুই লক্ষ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার যার মুল্য এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা নানাবিধ ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তরা ক্ষীপ্ত হয়ে ৬ অক্টবর দুপুর দুই ঘটিকার সময় সাদেক, রেজাউল মাষ্টার(৫৮) পিতা মৃত আয়েজ উদ্দিন সরকার, রাজা মিয়া পিতা ময়েজ উদ্দিন গং এর নির্দেশে ফেরদাউস (পচা) পিতা বাদশা মিয়া, মিলন,সবুজ,জাফিরুল, রেজাইল, জেনারুল পিতা ওহাব সরকার দলবদ্ধ হয়ে পূনরায় বাড়ীঘরে হামলা করে ভাংচুর করে। এসময় তারা বাড়ীর ভিতর ঢুকে বাদীর স্ত্রী, সন্তান মাকে মারপিট করে অবরুদ্ধ করে রাখে এবং পাঁচ লক্ষ টাকা দাবী করে অন্যথায় তাদের হত্যা করে গুম করা হবে। উক্ত ঘটনা বাদী লোক মারফত শুনে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তার স্ত্রী সন্তান ও মাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মামলা না হওয়ায় বাদীর পরিবার সঙ্কায় বসবাস করছে। উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন সময় বড় কোন দূর্ঘটনা হওয়ার আসঙ্কা করছে এলাকাবাসী।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’