ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

দ্রুত কমিটি দেয়ার দাবি তৃণমূলের

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ অভিভাবকহীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ৩:৩০

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি হঠাৎ করে কেন্দ্রে থেকে বিলুপ্ত ঘোষণা করায় সংগঠনটি অভিভাবকহীন হয়ে পড়েছে। দ্রুত সময়ের কমিটি কমিটি দেয়ার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তৃণমূল নেতা কর্মীরা কেন্দ্রীয় সংসদের প্রতি দাবি জানান।
  জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত  ঘোষণা করে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন এবং সাধারণ সম্পাদক আবু তাহেরকে কোন ধরণের কারণ দর্শনোর নোটিশ ছাড়াই হঠাৎ কমিটি বিলুপ্ত করায় তৃণমূল ছাত্রলীগের মধ্যে ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে। এ সংকটকালিন সময়ে কমিটি বাতিল করার কারণে সাংগঠনিক সংকট সৃষ্টি হয়েছে বলেও দলীয় সূত্রে জানায়। 
 দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা না হলে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রভাব পড়তে পারে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে ব্যাপক আলোচনায় রয়েছে এরমধ্যে সাবেক সহ সভাপতি ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহনুর জামান তানভীর, সাবেক সহ সভাপতি ইয়াছিন চৌধুরী জনি, সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ চৌধুরী, সহ সভাপতি ফারুকুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রুবেল, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা কে এম পারভেজ। সাধারণ সম্পাদক পদে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের আলম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন, পটিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরাফাত শাকিল, ইরফান উদ্দীন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকরামুল হক মুন্না, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন, আহ্বায়ক কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ সাজ্জাদ হোসেন সাজিদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ভুমিন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ সিনিয়র নেতাদের পরামর্শে কমিটি হওয়ার কথা রয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কমিটি গঠনের বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে এখনো পর্যন্ত কোন ধরণের যোগাযোগ হয়নি বলে একাধিক নেতা নিশ্চিত করেছে।
 চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী আরাফাত শাকিল বলেন, ছাত্রলীগের কমিটি গঠন করতে হলে কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করার কথা তারা কিন্তু এখনো পর্যন্ত বায়োডাটা সংগ্রহ করেনি, তবে কেন্দ্রীয় সংসদ যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেন আমি অবশ্যই দায়িত্ব নিব। আমি দক্ষিণ জেলা ছাত্রলীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করাতে পারব। দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ যাদের যোগ্য মনে করবে তাদের দিয়ে কমিটি দিবে। যদি আমার পরামর্শ ও মতামত নেন আমি অবশ্যই কমিটি গঠনের ক্ষেত্রে মতামত দিব এবং তাদের সার্বিক সহযোগিতা করব। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এস এম বোরহান উদ্দীন জানান, আমাদের কমিটি কি অপরাধে বিলুপ্ত হয়েছে বলতে পারছি না, আমাদের কোন ধরণের আত্মপক্ষ সমর্থণের সুযোগও দেয়া হয়নি, আমাদের কোন ধরণের বক্তব্যও নেয়া হয়নি, হঠাৎ করে কমিটি বাতিল করার কারণে শতশত নেতা কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হাজার হাজার নেতা কর্মী অভিভাবকহীন হয়ে পড়েছে আজ। কমিটি বাতিলের খবরে নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়ে, সাধারণ নেতা কর্মীরা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে বিগত কোন কমিটি বাতিল হওয়ার পর  এ ধরণের দৃশ্য রাজনৈতিক ইতিহাসে কেউ দেখেনি।
দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমরা এখন মাননীয় প্রধামন্ত্রীর অনুষ্ঠান কিভাবে সফল করব এটা নিয়ে ব্যস্থ। ছাত্রলীগের কমিটি গঠন করা হলে তখন দেখা যাবে। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি হলে আমরা চাইব দলের নিবেদিত সৎ যোগ্যরা যাতে কমিটিতে আসে, কমিটির বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমাদের দাবি থাকবে প্রকৃত পক্ষে যারা দলের জন্য নিবেদিত তারা যেন পদে আসে তাদের যাথে মূল্যালয়ন করা হয় এটা আমাদের দাবি থাকবে।
 চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটির প্রসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়টি চলমান প্রক্রিয়া, আমরা এখনো পর্যন্ত সিনিয়র নেতাদের সাথে বসতে পারেনি এবং কোন মতামতও নিতে পারেনি, সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে  নতুন কমিটি দেয়া হবে বলে জানান।  
উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ অক্টোবর বঙ্গবন্ধু ল’ ট্যাম্পল কলেজের ছাত্র এস এম  বোরহান উদ্দিনকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রলীগের ৫১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন  দেওয়া হয়। পরবর্তীতে ২০২০ সালের ৪  মে এর প্রায় তিন বছর পর ২০২০ সালের ৪ মার্চ এস এম  বোরহান উদ্দিনকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক ঠিক রেখে ২৭৬ সদস্যের দক্ষিণ  জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ