দৈনিক সকালের সময় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ
খালিয়জুরীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
‘স্কুল প্রায়ই থাকে বন্ধ, খোলা হলেও বন্ধ হয় বেলা ১১টা‘- এই শিরোনামে চলতি মাসের চার তারিখ দৈনিক সকালের সময় অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ মন্ডলের দৃষ্টিগোচর হয়। পরে তিনি উপজেলার গছিখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কেয়া রানী সরকার এবং আরো তিনজন সহকারি শিক্ষক সন্দীপ সরকার, মোহাম্মদ হাসান রিয়াদ ও মো. আজহারুল হককে বিদ্যালয় তালাবদ্ধ থাকা ও কর্মস্থলে অনুপস্থিত থাকা এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
খোঁজ নিয়ে আরো জানায় যায়, চলতি বছরের ২৪ জুন বিকাল সোয়া ৩টার দিকে একই বিদ্যালয় পরিদর্শনের সময় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কেয়া রানী সরকারকে এবং ৩১ মে সকালের দিকে পরিদর্শনে গেলে কেয়া রানী সরকার ও সহকারি শিক্ষক আজাহারুল হককে কর্মস্থলে অনুপস্থিত পান তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। অননুমোদিতভাবে কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেসময় এই দুজন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছিলেন তিনি (নুর মোহাম্মদ)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ মন্ডল বলেন, গত ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে কেন সরকারি বিধি মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না- এই মর্মে তিন কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। চারদিন পার হয়ে আজ (বৃহস্পতিবার) পঞ্চম দিন। তাদের কাছ থেকে চিঠির উত্তর এখানো পায়নি। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়কে অবগত করা হবে।
গত ৪ অক্টোবর বেলা ১১টার দিকে সরেজমিনে গছিখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ অবস্থায় বন্ধ পাওয়া যায়। পরে স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হামিদ আলী, জমি দাতা হাফিল আলী, শিক্ষার্থী মাসুদ ও স্থানীয়দের সাথে কথা বলে প্রতিবেদক জানাতে পারে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেয়া রানী সরকারসহ চারজন শিক্ষক কর্মরত আছেন। মাসের সিংহভাগ দিন বিদ্যালয়ে শিক্ষকেরা উপস্থিত হয়ে ক্লাস নেন না। মন চাইলে ক্লাস নেন, আর মন না চাইলে ১১টার ভেতর স্কুল বন্ধ করে চলে যান। কোন দিনই চারজন শিক্ষক একসাথে স্কুলে উপস্থিত হন না। কোনদিন দুজন আবার কোনদিন একজন শিক্ষক আসেন। প্রায় সময়ই বিদ্যালয় থাকে বন্ধ।
এমএসএম / এমএসএম
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
Link Copied