ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে খুনের আসামীকে অন্য মামলায় চালান: বিকেলেই জামিন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ১:২৯
 চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতারে চলছিল মিষ্টি বিতরণ, মিষ্টি আনার কথা ছিলো সাতকানিয়া থানা পুলিশের জন্যও, তবে সকাল বেলা চট্টগ্রাম আদালতে হত্যা মামলার আসামীদ্বয়কে চালান দেয়া হয় হত্যার এক মাস আগের একটি মারামারির জামিনযোগ্য মামলায়।
 
মিষ্টি বিতরণ শেষ না হতেই খাগরিয়ায় বীরদর্পে এসে হাজির হয় আওয়ামী লীগ নেতা হত্যার এজাহার ও চার্জশীটভুক্ত আসামীদ্বয়। 
মলিন হয়ে যায় মিষ্টি বিতরণের দৃশ্য, দীর্ঘশ্বাস ফেলে নিহত বেলালের পরিবার। প্রশ্ন ওঠে গ্রেফতারে কোন রহস্য লুকিয়ে ছিল কীনা? হত্যা মামলার আসামী হিসেবে যাদের হন্যে হয়েছিল পুলিশ, যাদের বিরুদ্ধে খুনের অপরাধে আদালতে অভিযোগপত্রও দাখিল করেছে একই থানার পুলিশ কিন্তু আটকের পরে তাদের সেই মামলায় চালান না দিয়ে ঠুনকো একটা মারামারি মামলায় কেন চালান দেয়া হলো? এটা নিয়ে খাগরিয়ায় তথা পুরো চট্টগ্রামে চলছে কানাঘুঁষা। 
 
রবিবার (১৫ই অক্টোবর)সন্ধ্যায় এই ঘটনা পুরো সাতকানিয়ার আকাশে চাউর হতে থাকে। ওই আসামীদের গত ১৪ অক্টোবর (শনিবার) রাতে পুলিশ গ্রেফতার করে রবিবার সকালে যথাযথ ভাবে আদালতে সোপর্দ করেছেন।
 
জানা যায়, ২০২১সালের ২৬শে ফেব্রুয়ারী নৃশংসভাবে প্রকাশ্যে দিনের বেলায় ঘেরাও করে খুন করা হয় উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বেলালকে। ওদিনই নিহত বেলালের স্ত্রী শিরিণ আক্তার ২৬ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই থেকে পুলিশ বিভিন্ন আসামীদের গ্রেফতার করলেও বরাবরই অধরা রয়ে গতকাল শনিবার গ্রেফতারকৃত জুয়েল এবং একই এলাকার আহমদ মিয়ার পুত্র নাজিম উদদীন। 
সাতকানিয়া থানা পুলিশের এসআই আবুল কালাম খাগরিয়া থেকে লোকজনের সহায়তায় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করে থানায় আসেন। পরে বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার করায় ওদিন রাতেই স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব শরীফুল হক এসআইকে ধন্যবাদ এবং মিষ্টি মুখ করার প্রস্তাবও দেন, শুধু ইউপি সদস্যই নয়, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নিহত বেলালের আপন চাচাত ভাই বাবুসহ অন্তত ১০/১২জন স্থানীয় ব্যক্তি থানা পুলিশকে বিষয়টা নিশ্চিত করেন, তাদের অভিযোগ তবুও পুলিশ যাদের বিরুদ্ধে চার্জশীট দিলো তাদেরই পুলিশ গ্রেফতার করে অন্য মামলায় গ্রেফতার দেখালে সেই আসামীরা সহজেই জামিনে ছাড়া পেয়ে যায়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল ইসলাম প্রতিবেদককে বলেন, ’কোর্টের ওয়ারেন্ট ছাড়া অপরাপর আসামী গ্রেফতার করেছে পুলিশ কিন্তু নাজিম আর জুয়েল পলাতক ছিলো, তাই পুলিশ তাদের গ্রেফতার করার জন্য বেশ কয়েকবার বাড়িতে হানা দিয়েও সফল হয়নি।
এবং ১০দিন আগে পুলিশ ভালভাবে তদন্ত করে গ্রেফতারকৃত নাজিম আর জুয়েলের বিরুদ্ধে চার্জশিটও দেয়। তবুও আজকে তাদের গ্রেফতার দেখানো হয়েছে হত্যা মামলার এক মাস আগের একটি মারামারি মামলায় যা আমাদের জন্য দু:খজনক।’
 
এদিকে গ্রেফতারের বিষয়ে সাতকানিয়া থানার এসআই আবুল কালামকে বার বার ফোন করা ইউপি সদস্য আলহাজ্ব শরীফুল হক বলেন, ’আমি নিজেই সাক্ষী আছি অফিসারকে সব বলেছি এবং পাশাপাশি অফিসারকে আমার এলাকায় মাদকের বিষয়েও আলাপ করেছি যা আমার রেকর্ড আছে। আমি ওই এসআই এর বিরুদ্ধে আগামিকালই আদালতকে অবহিত করব।’
 
এদিকে খাগরিয়া ইউনিয়নের অন্তত ৫০জন মানুষের একই অভিযোগ যাদেরকে ধরার জন্য পুলিশ পাগল হয়েছিল এতদিন, যাদের বিরুদ্ধে চার্জশীট দিল একই পুলিশ কিন্তু তারা ধরার পর গ্রেফতার দেখানো হলো ভিন্ন মামলায়! 
 
এবিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ’হত্যা মামলা যে ছিলো ওটা আমার নজরে ছিলোনা এবং ওই মামলায় থানায় তার কোন ওয়ারেন্টও ছিলনা তাই আমরা বুঝতে পারিনি।’
 
এদিকে নিহত বেলালের চাচাত ভাই বাবু বলেন, ’হত্যা মামলার আসামীদের গ্রেফতারের বিষয়ে খাগরিয়ার আপামর জনতার ফেসবুকে অভিনন্দনের পোস্টও দেয়া হয়েছিলো। থানা পুলিশকে একবার না একাধিকবার কল করা হয়েছে। তারা আমাদের বলেছে অবগত আছেন, কিন্তু চালানের পর আদালতে গেলে দেখা মেলে ভিন্ন প্রেক্ষাপট।
 
এবিষয়ে চট্টগ্রাম জেলা জজ কোর্টের পিপি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ’একজন এজাহারভুক্ত এবং চার্জশীটভুক্ত হত্যা মামলার আসামীকে ধরতে আদালতের পরোয়ানার প্রয়োজন নেই। পুলিশ তাকে গ্রেফতার করেই মাননীয় আদালতকে অবহিত করতে পারেন। তিনি মারামারির মামলায় গ্রেফতার দেখানোর সময় আদালতকে অবহিত করতে পারেন হত্যা মামলার এজাহারনামীয় ও চার্জশীটভুক্ত আসামী ওরা। তখন আদালতে আমরা আসামীদের শ্যোন এরেষ্ট দেখাতাম।’
তিনি আরো বলেন, মামলার আইও এমনটা করতে পারেনা এবং করার সুযোগও নেই এবং নীতির ভেতরও পড়েনা। এটা মোটেও ঠিক হয়নি, ২জন হত্যা মামলার আসামীদের হাতের নাগালে পেয়েও এমন কাজ আসলে ঠিক হয়নি।’
 
এবিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট এএইচএম জিয়াউদদীন বলেন, ’হত্যা মামলায় যেখানে পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কয়েকদিন আগে দোষীপত্র দিলো সেখানে তাকে গ্রেফতার অন্য মামলায় করলেও এটা কোর্টকে প্রেয়ারের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাতে হবে। থানা আদালতকে লিখবে, সে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তবে মাননীয় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা না আসায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো সম্ভব হয়নি। এবং মাননীয় আদালতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য  প্রেরণ করা হলো। এটাতে মাননীয় আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করত।’
 
এদিকে এরকম ঘটনার বিষয়ে নজির হিসাবে আরো ওঠে এসেছে ফাঁসির আসামীকে পর্যন্ত র‌্যাব গ্রেফতার করে থানা পুলিশকে হস্তান্তর করে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে এবং একই সাথে ফাঁসির রেফারেন্স দাখিল করেছেন।
তারই আলোকে পর্যালোচনায় ওঠে আসে চলতি বছরের চট্টগ্রাম আদালতে কর্মরত আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পী (৩৩) হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্ত্রী রাশেদা বেগমকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 
 
তবে গ্রেপ্তারের পরপরই আসামি রাশেদাকে নিয়ে নতুন করে বিপাকে পড়ে সংস্থাটি। কারণ মাত্র কয়েকদিন আগে রায় ঘোষণা হওয়ায় তার সাজা পরোয়ানা তখনো স্থায়ী ঠিকানা কক্সবাজারে চকরিয়া থানায় পৌঁছায়নি। একারণে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) শরণাপন্ন হয় র‌্যাব। তিনি আসামিকে চকবাজার থানায় হস্তান্তরের পরামর্শ দেন। এরপর রাশেদাকে নিয়ে যাওয়া হয় চকবাজার থানায়। কিন্তু ওইসময় থানায় কোনো পরোয়ানা না থাকায় আসামি রিসিভ করতে চাননি। 
 
একপর্যায়ে মহানগর পিপি চকবাজার থানার ওসিকে আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হত্যা মামলার রেফারেন্স দেখিয়ে আদালতে প্রেরণ করতে বলেন।
 
তার পরামর্শে চলতি বছরের ৩০ জুলাই চকবাজার থানা পুলিশ আসামি রাশেদাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
 
আইনজীবীরা জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মানে হলো, শুধু সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার ক্ষমতা রাখে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ