ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৪:১

লেবাননে শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। ২০১৪ সাল থেকেই নৌ বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে সেখানে কাজ করছে এমন তথ্য জাতিসংঘের ওয়েব সাইটের। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এ অংশ নিতে ৭৫ সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করেছে গত ১৩ অক্টোবর।  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে লেবানন গিয়েছে বিশাল এ টিমটি। লেবাননে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ‘ব্যানকন-১৪’ এ মোতায়েন রয়েছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। এই নৌসদস্যগণ ইউনিফিল শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। চট্টগ্রাম বিমান বন্দর ত্যাগকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ জামাল উদ্দিন চৌধুরী লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানিয়েছেন। 
জানা গেছে, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ৭৫ নৌ সদস্যের টিমটিকে। বানৌজা ঈসা খান এ লেবাননগামী নৌ সদস্যদের আনুষানিক বিদায় জানানো হয়। এসময় লেবাননগামী নৌ সদস্যদের উদ্দেশ্যে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। বাংলাদেশ নৌবাহিনী তথা নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
আরো জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। লেবাননের ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। বর্তমানে নিয়োজিত রয়েছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এ টিমের নৌ সদস্যরা। পাশাপাশি উক্ত জাহাজ লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা করছে। এছাড়াও সন্দেহজনক জাহাজ ও এয়ার ক্রাফটের উপর নজরদারী রেখেছে বাংলাদেশ নৌ বাহিনী। দুর্ঘটনা কবলিত জাহাজের উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে নৌসদস্যরা। লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ লেবাননে বসবাসরত বাংলাদেশীদের নিয়মিত চিকিৎসা প্রদান করছে শান্তিমিশনে অংশ নেওয়া সদস্যরা। লেবাননে বাংলাদেশী নৌসদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করেছে।

 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ