বরগুনা, বরিশাল ও সিলেট জেলায় ইপি উদ্যোক্তা প্ল্যাটফর্মের মিটাপ ও ওয়ার্কশপ
রনি রহমান
উদ্যোক্তাবান্ধব প্ল্যাটফম Entrepreneur and E-commerce Platform(EP) উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর আয়োজনে ও নিজস্ব অর্থায়নে ৩ জেলায় অনুষ্ঠিত হয়ে গেলো ইপি উদ্যোক্তা মিটাপ ও ওয়ার্কশপ। গত ১৪অক্টোবর, ২৩ সিলেট বিভাগের হোটেল মীরা গার্ডেনে অনুষ্ঠিত হলো ইপি সিলেট বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও ওয়ার্কশপ। ইপির প্রতিষ্ঠাতা রনি রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ। ৭০ জন সিলেটের উদ্যোক্তা এখানে উপস্থিত ছিলেন। ছিলেন ইপি উপদেষ্টা জনাব আব্দুল গফুর, মোঃ রোমান মিয়া, ইপি ব্রান্ড এ্যাম্বাসেডর জান্নাতুল ফেরদৌস পারিসা, সিলেট জেলা প্রতিনিধি রেদওয়ানা শান্তা, মৌলভিবাজার জেলা প্রতিনিধি রাজু দেবনাথ, নারায়ণগঞ্জ জেলা সহ প্রতিনিধি ইসরাত জাহান, সিলেট জেলা সহ প্রতিনিধি উর্মি প্রমুখ।
গত ১৬ অক্টোবর, ২০২৩ বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে বরগুনার জেলার ৭৫ জন উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হলো ইপি বরগুনা জেলা উদ্যোক্তা মিটাপ ও ওয়ার্কশপ। ইপির প্রতিষ্ঠাতা রনি রহমান এর সভাপতিত্বে বরগুনা জেলা খেলাঘর এর সাধারন সম্পাদক মুশফিক আরিফ এর সন্চালনায় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্টেট ( রাজস্ব শাখা) জনাব তানজিনা জাহান , বিসিক সম্প্রসারণ কর্মকর্তা জনাব মিঠুন চন্দ্র, এনজিও সংগ্রাম এর কর্মকর্তা জনাব আল আমিন হোসেন, জনাব সহিদুল ইসলাম স্বপ্ন, সিইও,স্বপ্নেরহাট, ইপি বরগুনা জেলা প্রতিনিধি শিমু জাহান, সহ প্রতিনিধি রাবেয়া রশিদ, গাজী আশা, তহুরা ইসলাম, ইয়াসমিন বিনা, ইপি মডারেটর শারমিন সুলতানা, ইপি পাথরঘাটা থানা প্রতিনিধি মিঠুন,দৈনিক যুগান্তর এর বরগুনা জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম রতন প্রমূখ। এছাড়া গত ১৭ অক্টোবর, ২০২৩ বরিশাল জেলায় অনুষ্ঠিত হয়েছে ইপি বরিশাল জেলা উদ্যোক্তা মিটাপ ও ওয়ার্কশপ।
প্রায় ৬০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। ইপির প্রতিষ্ঠাতা রনি রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইপি উপদেষ্টা মোঃ রোমান মিয়া, ইপি বরিশাল জেলা প্রতিনিধি সানিয়া আক্তার, সালমা সুলতানা, সহ প্রতিনিধি আকাশ আহমেদ পিয়েল, ফারহানা হক, মুন্নি ইসলাম প্রমূখ। তিনটি ওয়ার্কশপ এর ট্রেইনার হিসেবে ওয়ার্কশপ পরিচালনা করেন এফ কমার্স এ্যালায়েন্স, ই- ক্যাব এর কো চেয়ারম্যান এবং এক্সপ্রেস ইন টাউন লিমিটেড এর সিইও সৈয়দ উছওয়াত ইমাম ও ই স্কলার
বিজনেস এর এক্সপার্ট মোঃ সাহিদুল ইসলাম শরিফ। সিলেট ও বরিশাল জেলায় ইপির প্রতিষ্ঠাতা রনি রহমান এর সভাপতিত্বে ইপির উদ্যোক্তাদের নিয়ে উদ্বোধন করা হয় Xpress In Town limited. সিইও উছওয়াত ইমাম বলেন, আমরা বিশেষ কিছু সুবিধা নিয়ে এসেছি। উদ্যোক্তারা অনেক বেশি লাভবান হবেন আমাদের কুরিয়ার ডেলিভারি ব্যবহার করে। ইপির প্রতিষ্ঠাতা রনি রহমান বলেন - আসলে ইপি হচ্ছে উদ্যোক্তাবান্ধব প্লাটফর্ম। মূলত তৃণমূল পর্যায়ে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা এবং সেই সাথে নতুন উদ্যোক্তা সৃষ্টি আমাদের লক্ষ্য। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অনেক বেশি হবে যখন আমরা নতুন উদ্যোক্তা ও তৃণমূল পর্যায়ে সৃষ্টি করতে পারবো।
আমরা সারা বাংলাদেশ ব্যাপী আগামী তিনমাসে এ ওয়ার্কশপ শেষ করবো, পাশাপাশি অনলাইনে ট্রেনিং করানো হয়। সব কিছু আমাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে। সরকারি হতে বেসরকারি কিছু সহযোগিতা পেলে আমরা আরও বেশি উদ্যোক্তাদের জন্য কাজ করতে পারতাম। তিনি আরও বলেন, বিভিন্ন ব্যাংক গুলোকে এগিয়ে আসা দরকার ইপির উদ্যোক্তাদের পাশে।
Sunny / Sunny