দর্শনা কেরুর কাভার্টভ্যানে মদ সহ ড্রাইভার ও দুই সহযোগী আটক
দর্শনা কেরুর কাভার্টভ্যানে মদ সহ ৩ ড্রাইভার হেলপারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটকের খবর পাওয়া মাত্র নেতারা আটককৃতদের ছাড়াতে দৌড়ঝাপ শুরু করলেও তা বিফলে গিয়েছে। অবশেষে আটককৃতদের প্রেরণ করেছে জেল হাজতে। বারবার ধরা পড়লেও একই ড্রাইভারকে পণ্যাগারে পাঠানো নিয়ে আলোচনা সমলোচনা চলছে গোটা দর্শনা জুড়ে। জানাগেছে, দর্শনা কেরু ডিস্ট্রিলারীর উৎপাদিত মদ ট্রাকযোগে সান্তাহার পণ্যাগারে রেখে ফেরার পথে অবৈধভাবে কন্টিনারে নিয়ে আসা কেরুজ মদসহ ড্রাইভার ও দু'সহযোগী ডিবির কাছে গ্রেফতার হয়েছে। ২৩ অক্টোবর সোমবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম, এএসআই মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা রেলগেট এলাকায় কেরুর একটি কাভার্ট ভ্যানকে গতিরোধ করে। এসময় কাভার্ট ভ্যানের ড্রাইভার দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের কলম মন্ডলের ছেলে মনিরুল(৪২),সহযোগী দর্শনার মোহাম্মদপুর গ্রামের আঃ খালেকের ছেলে (কেরু এন্ড কোম্পানির ট্যার বাইন হেলপার ) শরিফুল ইসলাম বাপ্পা(৩৫) ও কুড়ুলগাছি গ্রামের নুর ইসলামের ছেলে ( কেরু এন্ড কোম্পানির কার্ভার্ট ভ্যান এর ড্রাইভার ) শুকুর আলী (৩৩)কে কেরুজ ১০ লিটার মদসহ কাভার্ট ভ্যানসহ গ্রেফতার করে। মিলসূত্রে জানা যায় গত ২২ অক্টোবর রাতে কেরু ডিস্ট্রিলারীর উৎপাদিত দেশী মদ নিয়ে কেরুর নিজস্ব পরিবহন কাভার্ট ভ্যানে ( চুয়াডাঙ্গা উ ১১-০০০৯)করে সান্তাহার পণ্যাগারে পাঠানো হয়। যাওয়ার সময় পথিমধ্যে বিশেষ কৌশলে মদের ড্রামের সিল কেটে চালক মনির ও তার কথিত হেলপার শুকুর আলী ও বাপ্পা মদ বের করে তাদের নিজস্ব কন্টিনারে লুকিয়ে রাখে। পরে সান্তাহার পণ্যাগারে মদ ভর্তি ড্রাম নামিয়ে দিয়ে পরদিন কেরুতে ফেরার সময় দর্শনা রেলগেটে দামুড়হুদা পুলিশ ও ডিবির হাতে ধরা পড়ে এবং গাড়ি সহ দামুড়হুদা থানায় নিয়ে যায়। পরে কেরুর কতিপয় নেতা দামুড়হুদা থানায় যোগাযোগ করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাড়ি ডিবি পুলিশ হেফাজতে রেখে ৩ জনকে জেল হাজতে প্রেরন করে।উল্লেখ্য গত ৩ মাসের মধ্যে কাভার্ড ভ্যান চালক মনি একবার শ্রীমঙ্গল ও একবার ময়মনসিংহ পণ্যাগারে মদ পৌছে দিয়ে ফেরার পথে পথিমধ্যে অবৈধ ভাবে মদ চুরি করে আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেও সে যাত্রায় অজ্ঞাত কারনে ছাড়া পায় বলে একটি সূত্র জানায়।এ ব্যাপারে কেরু পরিবহন বিভাগের প্রধান জনাব আবু সাঈদকে জিজ্ঞাসা করলে তিনিও বিষয়টি শুনেছেন বলে জানান। তবে কত লিটার মদ সহ ধরা পড়েছে সে বিষয়ে কিছু বলেননি। এদিকে সম্প্রতি বরিশাল পণ্যাগার থেকে ফেরার পথে ঠিক একই ঘটনা ঘটলেও কোন প্রতিকার হয়নি। তখন চালক সাইফুল সহ ৩ জন ১০০ লিটার বাংলা মদ সহ পুলিশের হাতে ধরা পড়ে। ১৫/২০ দিন হাজত বাস শেষে সম্প্রতি জামিন পেয়েছে। হরহামেশা মদ, চিটাগুড়, সার কেলেঙ্কারী সহ নানা দুর্ণীতিতে ছেয়ে গেছে ঐতিহ্যবাহী কেরু এ্যন্ড কোম্পানী। সবচেযে বড় সমস্যা চুরি বা দুর্ণীতি করে ধরা পড়লেও তার কোন সাজা হয় না। এবিষয়ে কেরুর জিএম প্রশাসন ইউসুফ আলী জানান আমরা আটককৃতদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করেছি। এবং গাড়ি ছাড়ানোর কার্যক্রম অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি
শ্রীমঙ্গলে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ এর নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত
ঝিনাইদহে সনাতন সম্প্রদায়ের নির্বাচনী ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন
নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন
পাহাড়ি ছড়ায় প্রতিমাসে ভুট্টোর কোটি টাকার অবৈধ বালু কারবার
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন