ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পাকেরহাট গণগ্রন্থাগারের কমিটি গঠন; সভাপতি রাশেদ মিলন,সম্পাদক অ্যাড. আসাদ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৭-১০-২০২৩ বিকাল ৬:৫২
দিনাজপুরের খানসামায় পাকেরহাট গণগ্রন্থাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাশেদ মিলনকে সভাপতি ও আসাদুজ্জামান শাহ্ আসাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, এই জনকল্যাণমূলক গণগ্রন্থাগারটি ১৯৯৩ সালে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধান হাটি মাঠে সেই সময়ের যুব সমাজের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পাকেরহাট গণগ্রন্থাগার। যা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সময়ের যুব সমাজের উদ্যোক্তারা প্রতিষ্ঠিত হয়ে পেশাগত চাপের কারণে ২০০৬ সালে এটি কালের বিবর্তনে বন্ধ হয়ে যায়। হারিয়ে যায় সে সময়ের স্থাপনা ও বই। ফলে ১১ বছর পর ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন স্বপ্নবাজ তরুণ ও স্থানীয় সংবাদকর্মীদের প্রচেষ্টায় এই গণগ্রন্থাগারটি পুনরায়  আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে একটি পুরাতন টিনশেড ভবনে নতুন করে যাত্রা শুরু করে। এখানে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, শিশু কিশোরদের বই থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, ধর্মীয়, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনা সমগ্র, জীবনী, ছোট গল্প, কবিতাসহ হাজার হাজার বই রয়েছে। পছন্দের বই সহজে খুঁজে পেতে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা বুক সেলফে সাজানো হয়েছে এ সকল বই। যেগুলো উপজেলা প্রশাসন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছে গণগ্রন্থাগার।
এখানে প্রতিদিন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী যুবক-যুবতীসহ অনেক মানুষই জ্ঞান অন্বেষণ করতে আসেন এখানে। এই গণগ্রন্থাগারে বই পড়েই অনেক যেমন জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তেমনি অনেকে এখন সরকারী-বেসরকারী চাকরি করছেন। এখানে নতুন সদস্য হয়ে নাম নিবন্ধন করে বাড়িতে নিয়ে গিয়েও বই পড়ার সুযোগ রয়েছে। এরপর সেই গণগ্রন্থাগারটি ২০২১ সালে সরকারী রেজিষ্ট্রিভুক্ত করে ৪১ সদস্যের একটি পরিচালনা কমিটি ও ৭ সদস্যের একটি রক্তদান কর্মসূচির উপকমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামের অবহেলিত শিক্ষার্থী ও লোকজনকে শিক্ষার আলোয় আলোকিত করার চিন্তা থেকে এই গণগ্রন্থাগারটি নতুন করে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তা নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে প্রসারিত হয়। 

এমএসএম / এমএসএম

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ