চট্টগ্রামে আইডিইবি'র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠিত
দেশের উন্নয়ন স্থাপনাগুলোকে টেকসই করে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী রাখতে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের ভুমিকা গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়নে নতুন স্ট্র্যাকচারাল স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরোনা স্খাপনাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে মনোযোগ দিয়ে দীর্ঘমেয়াদে দেশ ও জনগণের ব্যবহার উপযোগীতা রাখতে সর্বোচ্চ অবদান রাখার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আহবান জানান। তিনি বলেন রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে দেশপ্রেম বুকে ধারণ করে অর্পিত রাস্ট্রীয় দায়িত্ব পালনে পেশাজীবিদের সদা তৎপর থাকতে হবে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আইডিইবি'র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে "উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এ সব কথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও আইডিইবি'র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মোঃ রহিম উল্যাহ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আইডিইবি'র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি(ডিপ্রকৌস) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, গণপুর্ত ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ করিম উদ্দিন, জনশক্তি ডিপ্রকৌসের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, পিজিসিবি ডিপ্রকৌস কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, আইডিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এস.এম. মাহফুজুর রহমান, সওজ ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোঃ আবদুল মালেক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইউনুস, রেলওয়ে ডিপ্রকৌস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী আনোয়ারুল ইসলাম, বিএন ডকইয়ার্ড ডিপ্রকৌস সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল খালেক প্রমুখ।
সভা শেষে একটি বর্ণাঢ্য রেলী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার