ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ক্ষমতায় বসানোর মালিক এদেশের জনগণ : শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ৪:৩২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা হাওরের মানুষ। আমরা প্রতিনিয়ত সংগ্রাম করি। শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। সুনামগঞ্জের মানুষের প্রতি তার নজর বেশি। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাক। এজন্যই তিনি সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়, বিটাকসহ অসংখ্য মেঘাপ্রকল্প দিয়েছেন। তাই হাওরের উন্নয়নের জন্য আমাদের দরকার শেখ হাসিনার। আপনার আমার একমাত্র বন্ধু শেখ হাসিনা৷ তাই হাওরাঞ্চলের উন্নয়নের জন্যই তাকে টিকিয়ে রাখতে হবে। 
 
শনিবার(১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে  কালনী নদীতে ১৩ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালি-জামলাবাজ সেতুর শুভ উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 
 
মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ দেশ যখন উন্নয়ন অগ্রগতিতে সামনের দিকে এগিয়ে  যাচ্ছে। তখন একটি গোষ্ঠী আছে যারা উন্নয়ন চায় না। তারা ভাংচুর, জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করতে চায়। আমরা চাই উন্নয়ন তারা চায় ক্ষতি। যারা এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। আমাদের দরকার আরও কাজ, আরও শিক্ষা, আরও ডাক্তার, আরও ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট। এখন হাঙ্গামার সময় না এখন উন্নয়নের সময়। নির্বাচনে না এসে অন্যদের ধর্না দিয়ে ক্ষমতায় আসা যাবে না৷ ক্ষমতায় বসানোর মালিক এই দেশের জনগণ৷
 
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷ আমি কাজ করি মানুষের মঙ্গলের জন্য৷ প্রথম যখন বলেছিলাম জামলাবাজ সেতু করব তখন কিছু মানুষ হেসেছিল। আজ তারা কোথায়। আমরা আজ সেতু উদ্বোধন করেছি। এই ব্রীজই নয় আমরা আরও সেতু করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যতকিছু প্রয়োজন সব করা হবে। আমরা দেশের সব মানুষকে সমান চোখে দেখি। সবার জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। কিন্তু বিএনপি চায় মানুষে মানুষে সম্প্রীতি নষ্ট করতে। তারা দেশের ভালো চায় না৷ 
 
আওয়ামীলীগ নেতা আছির মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,  পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকন, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন৷ 
 
অপরদিকে বিকেলে পাথারিয়া সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী জনসভা, সকালে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, আরএইচডি শত্রুমর্দন অগ্রণী ফার্ম সড়ক চেইনেজ ৯৩০ মিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নোয়াখালী-ভীমখালি রাস্তার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি