কুশি পণ্য নিয়ে সফল উলফাত জাহান তুলি

চিকিৎসক হবার স্বপ্ন দেখতেন উলফাত জাহান তুলি। সেই স্বপ্ন থেকেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। কিন্তু পরীক্ষার সময় অসুস্থ হওয়ায় রেজাল্ট আশানুরূপ না হওয়ায় বানিজ্য বিভাগে ভর্তি হন। ঠিক তখন থেকেই তুলি স্বপ্ন দেখতে শুরু করেন নিজে কিছু করবার, স্বপ্ন দেখেন নিজের একটা প্রতিষ্ঠানের। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্য থেকেই অভিজ্ঞতার জন্য স্পার্ক গিয়ার, আড়ং ও কয়েকটা শোরুমে চাকরি করেন। ব্লক বাটিকের উপর প্রশিক্ষণ নেন। এরপর ২০২০ সালে তিনি কুশি পণ্য নিয়ে কাজ শুরু করেন। এটা একটা সময় দেশের ঐতিহ্যবাহী পোশাক ছিলো। মা,দাদী, নানীরা নিজের হাতে এই পোশাক বানিয়ে বাচ্চাদের পড়াতেন। কিন্তু কালের বিবর্তনে আজ এই শিল্প হারাতে বসেছে। উলফাত জাহান তুলি সকালের সময়কে বলেন, বর্তমানে আমি বাচ্চাদের পোশাক নিয়ে কাজ করছি, কুরশির বাচ্চাদের পোশাক নিয়ে। এই পণ্য দেশের বাইরে পাঠানোর ইচ্ছা আছে। পাশাপাশি ব্লক-বাটিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তুলি বলেন, কুশি পণ্যের বিশেষ সুবিধা হচ্ছে আপনি যে কোনো সাইন, ডিজাইন পছন্দ করলে আমরা সময় নিয়ে সেটা তৈরি করে দিতে পারি। সাধারণত সব বয়সের মানুষই আমার কাস্টমার, কেউ সন্তানের জন্য, কেউ বা তাদের নাতনিকে দেওয়ার জন্য আমার কাছ থেকে পণ্য সংগ্রহ করে থাকেন। চিন্তা ভাবনা আছে একদিন আমার নিজস্ব ডিজাইনে ব্লক-বাটিক ও হ্যান্ড পেইন্টয়ের পোশাক তৈরি করবো।
উলফাত জাহান তুলি ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে হালুয়াঘাটের বউ। তাঁর বাবার নাম আব্দুল বাছেত খান খোকন। পেশায় একজন ব্যবসায়ী। মায়ের নাম শারমিন আরা খানম একজন গৃহিনী। তুলির স্বামীর নাম মো. মোবারক হুছেইন। ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানিতেত ডেপুটি ব্রাঞ্চ ইনচার্জ হিসাবে চট্টগ্রাম ব্রাঞ্চে কর্মরত আছেন। স্বামীর চাকরি সূত্রে তুলি চট্টগ্রামে অবস্থান করছেন। এন্ট্রাপ্রেনিউর অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্মের (ইপি) সম্পর্কে তুলি বলেন, ইপি থেকে আমি যা পেয়েছি তা হলো সম্মান,ভালোবাসা আর অনেক অনেক পরিচিতি, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য,পরিচিত করে তোলার জন্য দরকার একটা ভালো প্লাটফর্ম। সেটা আমি ইপি থেকে পেয়েছি। আমি চাই ইপি দেশ সেরা প্লাটফর্ম হয়ে উঠুক। বিদেশেও ছড়িয়ে যাক ইপির কাজ। ইতিমধ্যে আমরা ইপিকে দেশের বাইরে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। তবে সেটা ভালোভাবে ছড়িয়ে পড়ার জন্য ইপির প্রয়োজন সবার সহযোগিতা আর বিশেষ কিছু অনুদান। ইপির প্রতি আমার একটাই পরামর্শ থাকবে, ভালো কাজ করতে গেলে অনেক মন্দ অভিজ্ঞতা হবে, অনেকের খারাপ কথা শুনতে হবে, সেগুলো পাত্তা না দিয়ে আমরা এগিয়ে যাবো নিজেদের লক্ষ্যে। ইপি থেকেই তৈরি হবে অসংখ্য সফল উদ্যোক্তা। সেটাই হোক ইপির একমাত্র লক্ষ্য।
Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ -

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন
