ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে শ্রমিক সংগঠনে নির্বাচন জালিয়াতির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-১১-২০২৩ দুপুর ৩:৫৫

 ভূয়া কাগজপত্র সৃষ্টি করে, সংগঠনের সদস্য নয় এমন বহিরাগতদের নিয়ে ’চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ’র (রেজি: নং-চট্ট-১৪৬৯) জালিয়াতির নির্বাচন করার অভিযোগ ওঠেছে একটি মহলের বিরুদ্ধে। আইন মেনে  মনোনয়ন ফরম প্রকাশ্যে বিক্রি না করা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ প্রদান না করা ও গোপন ব্যালাটে নির্বাচনের ব্যবস্থা করা হয়নি বলে গত ১৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন কথিত ওই নির্বাচনে বিজয়ী দেখানো যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইউসুফ। 
অভিযোগে বলা হয়েছে, সংগঠন থেকে পদত্যাগ করা ব্যক্তিকে সভাপতি উল্লেখে পরস্পর যোগসাজসে একটি ভুয়া নির্বাচনী ফলাফল দেখানো হয়। যাহা আইনের দৃষ্টিতে অগ্রহনযোগ্য এবং ইউনিয়নের সদস্যদের মাঝে উক্ত অসৎ শ্রম আইন চর্চা দ্বারা চরম ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যাহা দন্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগের বিষয়টি স্বীকার করে অভিযোগকারী ও নির্বাচন জালিয়াতির মাধ্যমে সৃষ্ট কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬, বাংলাদেশ শ্রমকল্যাণ বিধিমালা ২০১৫ এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গোপন ব্যালাটে নির্বাচন অনুষ্ঠান এবং গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রম গ্রহনের লক্ষে গঠনতন্ত্রের ২১ (ঘ) ধারা অনুযায়ী সাধারণ সভা আহবানের জন্য চলতি বছরের ২ জুলাই’র পত্রের প্রেক্ষিতে ২৮ জুলাই অনুষ্ঠিত ইউনিয়নের বিশেষ সাধারণ সভা, ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ পরিচালনার জন্য নির্বাচন উপ-পরিষদ গঠন করা, ১ সেপ্টেম্বর তারিখের সভায় নির্বাচনী তফসিল ও নিয়ামাবলী চূড়ান্ত করা, ৫ সেপ্টেম্বর নির্বাচন উপ-পরিষদ কর্তৃক নির্বাচনী তফসিল/নীতিমালা ঘোষণা করা, তফসিলে বর্ণিত শর্ত মোতাবেক নির্ধারিত ৮ সেপ্টেম্বরের মধ্যে কার্যকরী কমিটির ১২টি পদে ১৭ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী কমিটির মাত্র ১২টি মনোনয়ন ফরম জমা পড়া এবং বাছাই করে উক্ত মনোনয়ন ফরম সমূহ সঠিক পাওয়া, ২০ সেপ্টেম্বর বিকেল ৪ টা পর্যন্ত কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করা, একই দিনে নির্বাচনি ফলাফল প্রকাশ করা এবং ১২টি পদে উক্ত ১২জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-আইনি ভাবে নির্বাচিত ঘোষণা করা ও জাল জালিয়াতীর মাধ্যমে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমার সম্মতি ব্যতিত শ্রম আইন পরিপন্থিভাবে মিথ্যা তথ্য উপাত্ত উল্লেখ করে জালিয়াতির নির্বাচনের ভূয়া ঘোষিত নির্বাচনী ফলাফল বাতিলের জন্য আবেদন করেছি।’ 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ