সাবেক কাস্টম কর্মকর্তা বারিকের অঢেল সম্পদ!
চট্টগ্রাম কাস্টম হাউজের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল বারিক ও তার স্ত্রী মিসেস ফেরদৌস ইয়াসমিনের নামে অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কিছু সম্পদের হিসাব দিলেও গোপনে রেখেছেন আরো অনেক সম্পত্তি। আর হিসেব দেয়া সম্পদের মধ্যেও তার বৈধ আয়ের বিস্তর ফারাক রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে কথা বলতে মো. আব্দুল বারিকের মোবাইলে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া গেছে।
সুত্রের তথ্য ও ডকুমেন্টস পর্যালোচনা করে জানা যায়, আব্দুল বারিক ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে কাস্টমস বিভাগে এপ্রেইজার পদে নিয়োগ পান এবং ২০১৪ সালে অবসরে যান। এর মাঝে ২০১০ সালে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে প্রচুর সম্পদ রয়েছে আব্দুল বারিক ও ফেরদৌস ইয়াসমিন দম্পতির। এর মধ্যে ২০০২ সালে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ৬ তলা বিলাসবহুল ভবন, ২০১৫ সালে নাসিরাবাদ হাউজিং সোসাইটি, খুলশীতে ১৭৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট (দলিল নং-১৮২১৭) ২০১৩ সালে ঢাকার আশকোনায় নুর কাদের হাইটস এ দলিল নং ৭৪৩৯ মূলে ১৩৫০ বর্গফুটের ফ্ল্যাট, হালিশহর সোনালী আবাসিক এলাকায় ৪ গন্ডা জমি ও ভবন, মোহাম্মদিয়া হাউজিং লিঃ হতে ৯ শতক জমি ক্রয়, নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬ কাঠা জমি (দলিল নং-২৭৭০), ঢাকার রামচন্দ্রপুরে ৫০ শতক জমি, নোয়াখালির সোনাইমুড়িতে টিনশেড ঘরসহ ৫ শতক জমি, বেগমগঞ্জের রশিদপুরে ১২ শতক জমি, নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার রশিদপুরে ছেলের নামে ৫০ শতক জমি কিনেছেন আব্দুল বারিক।
এছাড়াও চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল, ফেনীতে উত্তরা হাসপাতাল ও আলকেমী হাসপাতালে রয়েছে তার কোটি টাকার অংশীদারিত্ব। শুধু তাই নয়, এনবিআরের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৩৬ লাখ টাকায় কিনেছেন বিলাসবহুল এলিয়েন এ-১৫ প্রাইভেট কার যাহার রেজিঃ নং- চট্ট-মেট্রো-গ-১৩-৮০৫০, এইচবি অটোমোবাইলসে অংশীদারি ব্যবসায় বিনিয়োগ করেছেন প্রায় ৩৯ লাখ টাকা, ব্যাংকে সেভিংস সার্টিফিকেট ১০ লাখ টাকা ছাড়াও ব্যাংকে নগদ টাকা থাকার বিষয়টিও জানা গেছে। এছাড়াও নামে বেনামে বিভিন্ন জায়গায় আরো বিপুল সম্পদ গড়েছেন বলে অপর একটি সুত্র জানিয়েছে।
এসব বিষয় নিয়ে তদন্তে নেমেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বিভাগের কর্মকর্তা জানান একজ মানুষ চাকরী ও বউয়ের ব্যবসার মাধ্যমে যে অর্থ আয় করেছেন তা বেমানান। দুর্নীতিকে আড়াল করতে স্ত্রীর ব্যবসা দেখানো হয়েছে। তবে বিষয়টি যেহেতেু তদন্তনাধীন তাই এসব বিষয়ে মন্তব্য করা উচিৎ নয়। তদন্তে দোষী হলে সে শাস্তি পাবে আর নির্দোষ হলে হয়রানি করা হবেনা।
এনবিআরকে দেয়া তথ্য অনুযায়ী আব্দুল বারিক ও ফেরদেীস দম্পতি প্রায় ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে সংশ্লিষ্ট একাধিক সুত্র নিশ্চিত করেছে। সুত্র জানায় স্ত্রীর নামে ব্যবসা থাকার কথা বললেও তার কোন প্রমান দিতে পারেনি তদন্ত সংশ্লিষ্টদের।
এসব বিষয়ে কথা বলতে মো. আব্দুল বারিকের মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied