ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

প্রশ্নবিদ্ধ নিয়োগের চসিকের স্বাস্থ্য পরিদর্শককে স্থায়ীকরণে তোড়জোড়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:৭
আবেদন করার-ই যোগ্যতা নেই। তার পরও কোনো ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগে ‘স্বাস্থ্য পরিদর্শক’ (অস্থায়ী) পদে নিয়োগ দেওয়া হয়েছে ৩৬ বছর বয়সী আরিফুল হক চৌধুরীকে। এবার তাকে এই পদে চাকরি স্থায়ী করার জন্য তদবীর চালাচ্ছে একটি পক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। অযোগ্য এই লোককে স্থায়ী করা হলে কাজের অগ্রগতি তেমন না হলেও চসিকের ব্যয় বাড়বে বলেও মনে করছেন তারা।
জানা যায়, যদিও তার নিয়োগ ও যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। চাকরি স্থায়ীকরণের গ্রেডেশন তালিকায় চাওয়া যোগ্যতায়-ও রয়েছে বিশাল ঘাটতি। এরপরও অনিয়মের মাধ্যমে নিয়োগকৃত এমন প্রশ্নবিব্ধ ব্যক্তিকে স্থায়ীকরণের জন্য চূড়ান্ত করায় চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
 
চসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০০৯ সালে তৎকালিন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিদেশে অবস্থানকালীন সময়ে কোনো ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই স্বাস্থ্য পরিদর্শক (অস্থায়ী) পদে রহস্যজনকভাবে নিয়োগ পান আরিফুল হক চৌধুরী। ওই সময় তার বয়স ৩৬ বৎসর। নিয়োগকালীন সময়ে চাকরির সংযুক্তিতে তিনি এমপিএইচ সনদ যোগ করেন। 
 
যদিও চসিকের স্বাস্থ্য পরিদর্শকের চাকরি স্থায়ী করণ গ্রেডেশন তালিকায় উল্লেখ করা হয়েছে, এই পদের জন্য তিন বছরের এসআইটি ডিপ্লোমা উত্তীর্ণ হবে। একইসঙ্গে থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা। চাকরিতে যোগদানকালিন সময়ে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বৎসর। 
তবে চসিক কর্তৃপক্ষের চাহিত এসব যোগ্যতার কোনটিই নাই আরিফুল হক চৌধুরীর। চাকরিতে যোগদানকালিন সময়ে তার বয়স ৩৬ বৎসর। তাছাড়া  গ্রেডেশন তালিকা থেকে তার পূর্বের জমাকৃত এমপিএইচ ডিগ্রীর সনদ সরিয়ে সেখানে নতুনভাবে যোগ করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া এক বছরের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ডিপ্লোমা কোর্সের সনদ। 
চসিকের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, আরিফুল চৌধুরীকে স্থায়ীকরণের বিষয়টি এখন চসিকের নানা বিভাগে আলোচনা চলছে। তার নিয়োগ প্রক্রিয়ায় গোজামিল ছিল। আবার তাকে স্থায়ী করা হলে অবসরের সময় এককালীন চসিকের মোটা টাকা গচ্ছা যাবে। এবং বেতন ভাতা বাবদও বাড়বে ব্যয়। 
সংশ্লিষ্ট অনেকেই বলছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান প্রধান নির্বাহী (সিইও) একজন নীতিবান মানুষ। চসিকের ক্ষতি হয় এমন কোন কাজ তিনি করবেন না। এই ফাইলটিও উনার টেবিলে গিয়েছে ঠিকই কিন্তু তিনি নীতিতে অটল রয়েছেন। এমন অনিয়ম তিনি কখনোই প্রশ্রয় দিবেন না।   
 
এসব বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, ’এই বিষয়ে আমি কিছু বলবনা। তবে সিইও স্যার খুব ভালো মানুষ, আমি যতটুকু জানি ত্রুটিযুক্ত ফাইল তিনি সই করবেন না। কোন অনিয়মকে আমরা কখনো প্রশ্রয় দেইনা।’ 
 
এব্যপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, 'বিষয়টি আমাদের নলেজে আছে, আমরা এটি গুরুত্ব সহকারে দেখছি। যাচাই বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ