ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন সজল মোল্লা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৪:৫৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। সোমবার সকাল ১১ টায় যাত্রাবাড়ি এলাকার কাঠের পুলে সজল মোল্লার বাসভবনের পাশে বালুর মাঠে স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন তিনি।গত রোববার ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে দলীয় মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না কে দলীয় প্রার্থী ঘোষণা দেন। তার একদিন পর মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার এমন সিদ্ধান্ত নেন তিনি। এদিন ডেমরা-যাত্রাবাড়ি আংশিক কদমতলী থানা এলাকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল কে তাদের সমর্থন ব্যাক্ত করেন।তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন কে উৎসবমুখর করতে স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বতন্ত্র প্রার্থী দলীয় কৌশল হিসেবে ঘোষণা দেয়ার কারণে বিষয়টি নিয়ে কোন জটিলতা নেই।সঙ্গত কারণেই সেই সমীকরণ মিলিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত হয়েছেন ।ঢাকা-৫ আসনে সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মোল্লা পরিবারের উত্তরসূরী হিসেবে তার পুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এবারের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হতে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে সরব হয়েছেন।
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, বিগত দিনে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে আমার পিতা মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, চারবার তাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি ও আমাদের মোল্লা পরিবার ঢাকা-৫ আসনের জনগণের কাছে ঋণী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সেই ঋন শোধ করার চেষ্টা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকি,ডেমরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ