ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন সজল মোল্লা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। সোমবার সকাল ১১ টায় যাত্রাবাড়ি এলাকার কাঠের পুলে সজল মোল্লার বাসভবনের পাশে বালুর মাঠে স্থানীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন তিনি।গত রোববার ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে দলীয় মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঢাকা-৫ আসনে হারুনুর রশিদ মুন্না কে দলীয় প্রার্থী ঘোষণা দেন। তার একদিন পর মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার এমন সিদ্ধান্ত নেন তিনি। এদিন ডেমরা-যাত্রাবাড়ি আংশিক কদমতলী থানা এলাকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল কে তাদের সমর্থন ব্যাক্ত করেন।তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন কে উৎসবমুখর করতে স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বতন্ত্র প্রার্থী দলীয় কৌশল হিসেবে ঘোষণা দেয়ার কারণে বিষয়টি নিয়ে কোন জটিলতা নেই।সঙ্গত কারণেই সেই সমীকরণ মিলিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত হয়েছেন ।ঢাকা-৫ আসনে সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মোল্লা পরিবারের উত্তরসূরী হিসেবে তার পুত্র আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এবারের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হতে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে সরব হয়েছেন।
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, বিগত দিনে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে আমার পিতা মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, চারবার তাকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন, এজন্য আমি ও আমাদের মোল্লা পরিবার ঢাকা-৫ আসনের জনগণের কাছে ঋণী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের সেই ঋন শোধ করার চেষ্টা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকি,ডেমরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied