ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ট্যুরিষ্ট এন্ড ট্যুরিজমের নামে প্রতারণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ১:১০

পর্যটন শিল্পে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। ট্যুরিষ্ট এন্ড ট্যুরিজমের নামে প্রতারণায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পর্যটক। ভ্রমনের আশা নিয়ে নেমে নিরাশায় স্তম্বিত পর্যটকরা। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় এমনকি ফেসবুকে জোরপূর্বক ট্যাগ করে পর্যটনের নামে প্রতারণার প্যাকেজ আপলোড করছে বিভিন্ন চক্র। চটকদার  বিজ্ঞাপনের  মাধ্যমে  ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ রয়েছে, অভিনব পন্থায় চাঞ্চল্যকর প্রতারণার পেছনের প্রতারকদের খুঁজে বের করছে না প্রশাসন। সম্প্রতি একটি ট্রাভেল এজেন্ট প্রতারণার মাধ্যমে ৬ লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে। অভিযোগের সত্যতা মিলেছে  ব্লু-ড্রিম ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। একজন অবসরপ্রাপ্ত সরকারি  কর্মকর্তা ও বর্তমানে সিএন্ড ব্যবসায়ী জসিম উদ্দিন এ বিষয়ে চট্টগ্রাম আদালতে একটি অর্থ আত্মসাত ও প্রতারণা মামলা দায়ের করেছেন। চট্টগ্রাম আদালতের ৬ষ্ঠ মেট্্েরাপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহন করা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা ও শুনানি শেষে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের  জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

এ ব্যাপারে ভুক্তভোগী ও মামলার বাদি জসিম উদ্দিন বলেন,  নগরীর একটি ইস্কুলের সামনে পরিচয়ের সুত্র ধরে প্রথমে প্যাকেজ ও পরে লটারীর অফার দিয়ে মেম্বারশীপ করতে টোপ ফেলা হয়। পরে অফিসে গিয়ে প্রথমে ২০২২ সালের মার্চে ২ লাখ ৬০ হাজার টাকা নেয় ব্যবস্থাপক ও চট্টগ্রাম অফিস প্রধান মোঃ মনিমুর রহমান (ইভান)। মনিমুর টাকাগুলো ব্যাংকের মাধ্যমে নিজের একাউন্টে নিয়ে নেয়। পরে কাশ্মির ট্যুরের সময় ২০২৩ সালের মে মাসে ৩ লাখ ৬৬ হাজার টাকা পেমেন্ট করি একই ব্যাংক একাউন্টে। চলতি বছরের অক্টোবরের ১৬/১৭ তারিখে কাশ্মির যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় তারিখ পিছানো হয়েছে। তবে ভিসা পাওয়ার পর বার বার যোগাযোগের চেষ্টা করা হলে উল্টো অফিসের লোকজন বিরক্ত বোধ করেন। এমনকি মমিনুর রহমান আর আমার সঙ্গে সাক্ষাৎ করেননি। দিনের পর দিও মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ না করায় এই মামলা করতে বাধ্য হয়েছি। 

এ বিষয়ে চট্টগ্রাম আদালতের এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ফেসবুক ও ম্যাসেঞ্জার ও বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন  ট্রাভেল এজেন্ট প্রতারণার ফাঁদ পাতছে। এদের প্রতারণার সিন্ডিকেট অনেক শক্তিশালী। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের মতো বাণিজ্যিক ও ব্যস্ততম  এলাকায় তাদের প্রতারনার মাধ্যমে রমরমা ব্যবসা চলছে প্রশাসনের নাকের ডগার ওপর। প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন, হয়েছেন অসংখ্য সহজ সরল ভ্রমন পিপাসু মানুষ কিন্তু কেউ ভয়ে  আইনের আশ্রয় নিতে সাহস করেননি। প্রশাসনের উচিৎ এদের প্রতারণার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে তাদের আইনের  আওতায় আনা। এমনকি অফিস সিলগালা করে জনগণকে সতর্ক করে দেয়া। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  মামলার অভিযুক্ত আসামীগণ  হলেন- ব্লু-ড্রিম ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম ঠাকুর (৫২), ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ইব্রাহিম শেখ (৩৬), ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাইয়ুম হোসাইন (৩১), পরিচালক জাহিদ হাসান (২৬), পরিচালক সুলতান মাহমুদ চৌধুরী (৩৭),ব্যবস্থাপক ও চট্টগ্রাম অফিস প্রধান মোঃ মনিমুর রহমান (ইভান)  (৪৪) অফিস  সহকারী  মোঃ নাজিম ( ২৫) সিইও (অবঃ সিঃ ওয়ারেন্ট অফিসার) এম. মতিন সরকার (৫২) হেড অব এডমিন উম্মে সাবেরা (৩২)।  

চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে, চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে বাদীর নিকট থেকে প্রথমে প্লাটিনাম মেম্বারশীপ এর নামে ২ লাখ ৬০ হাজার নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বাদী জসিম উদ্দিন এবং তার স্ত্রী ও বাদীর বন্ধু ও তার ছেলে সহ ৪ জনকে কাশ্মীরের টিকেট, ফাইভ স্টার হোটেলের ভাড়া, স্থানীয় পরিবহন সুবিধা এবং গাইডসহ প্যাকেজ করে। এতে মোট ৩ লাখ ৬৬ হাজার টাকা সহ সর্বমোট ৬ লাখ ২৬ হাজার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করে আসামীগণের প্রতিষ্ঠান। পরবর্তীতে উক্ত টাকার বিনিময়ে টিকেট, হোটেল এবং অন্যান্য সুবিধা প্রদান না করে  এয়ারলাইন্স থেকে বাদীর প্রদত্ত টাকা আসামীগণ ক্যাশ করে বাদীকে ফেরত না দিয়ে প্রতারনার মাধ্যমে আত্মসাত করে। 

এদিকে, আত্মসাতকৃত অর্থ আদায়ের জন্য মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম এর মাধ্যমে আইনি সহায়তার আবেদন করা হয়। আসামীগণ উক্ত সংগঠনের নোটিশ রিসিভ করা সত্ত্বেও আত্মসাতৃকত টাকা পরিশোধ না করে বাদীর সাথে সমস্ত লেনদেন অস্বীকার করে। এমনকি  হুমকি ধমকি প্রদর্শন করেন।  এ বিষয়ে, ভুক্তভোগী জসিম উদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করছেন  মানবাধিকার আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসান, এড মোঃ হাসান আলী, এড বদরুল হাসান, এড জিয়াউদ্দিন আরমান,এড কে এম শান্তনু ।                                             

 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ