ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিবি’র সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ৫০ বছর পর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:৫

বাংলাদেশ ব্যাংকের ১৯৭২ সালের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ৫০ বছর পর। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন বিভাগের পর্যবেক্ষণে ধরা পড়েছে ঋণ খেলাপীদের বিষয়টি। ফলে ডিপিএস ও স্থায়ী জামানতের বিপরীতে ঋণ গ্রহীতারা মুশকিলে পড়েছে। এক্ষেত্রে ব্যাংকে জমাকৃত আমানতের লিমিটের বিপরীতে আবার দুইশ টাকা কর্তন করে রাখা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্টের জন্য। নিয়মানুযায়ী সিডিউল ব্যাংকের আমানতের বিপরীতে গ্রাহক ৯০ শতাংশ ঋণ পাওয়ার ক্ষমতা রাখে আমানতকারী বা গ্রাহক। যা এক বছরের মধ্যে পরিশোধের নিয়ম রয়েছে। এ ধরনের ঋন নেয়া গ্রহীতারা ঋণ খেলাপী হওয়ার সম্ভবনাও রয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন সেল সুত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ২৭ এর ‘কক’ ধারা মতে খেলাপী ঋণ গ্রহীতার তালিকা প্রতিনিয়ত বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। খেলাপী ঋণ গ্রহীতার বিরুদ্ধে ঋণ প্রদানকারী ব্যাংক, কোম্পানী বা কোন আর্থিক প্রতিষ্ঠান ঋন খেলাপীর দায়ে ওই ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। কোন খেলাপী ঋণ গ্রহীতার পক্ষে কোন ব্যাংক, কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের ঋণ প্রদান করবেনা। শুধু তাই নয়, এ বিষয়ে ব্যাংক কোম্পানী আইনের অন্য কোন ধারায় কোন কিছু বলা থাকলেও তা গ্রহনযোগ্য নয়। এক্ষেত্রে খেলাপী ঋণ গ্রহীতার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। 
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রন কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান। ফলে সিডিউল ব্যাংকের ঋণ নিয়ন্ত্রনকরা না গেলে ঋণ খেলাপীর পরিমান অনেক বেশী হবে। চলতি অর্থ বছরেও সরকার ঋণ খেলাপীর নাম ঘোষনা করেছে। ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক সিডিউল ব্যাংকে ১৯৭২ সাল থেকেই কড়া নির্দেশনা দিয়ে রেখেছে। কোনভাবেই ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট ব্যতিত ঋণ প্রদান করা যাবেনা। আবার ব্যাংক কোম্পানী আইনের ভেতরে থেকেই সিডিউল ব্যাংক ঋণ প্রদান করতে হয়।
অভিযোগ উঠেছে, এই নির্দেশনার ফলে সিডিউল ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো(সিআইবি)রিপোর্টের জন্য অনলাইন তদন্ত ফরম পূরণ কওে নিচ্ছে। এ ফরমে গ্রাহকের যেমন স্বাক্ষর নেয়া হচ্ছে তেমনি সংশ্লিষ্ট সিডিউল ব্যাংকের কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজারের স্বাক্ষরও রয়েছে। এক্ষেত্রে ব্যাংকে জমাকৃত আমানতের লিমিটের বিপরীতে আবার দুইশ টাকা কর্তন করে রাখা হচ্ছে। সিডিউল ব্যাংকের উপর বংলাদেশ ব্যাংকের চাপাচাপির কারনে ক্ষুদ্র ঋণ গ্রহীতারা বেকায়দায় পড়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের(বিবি) ঋণ নিয়ন্ত্রন কৌশল অমান্য করার অভিযোগ উঠেছে বিভিন্ন সিডিউল ব্যাংকের প্রধান ও বিভিন্ন শাখার বিরুদ্ধে। কারন বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রকারী সংস্থা হিসেবে সিডিউল ব্যাংকগুলোর উপর বেশ কিছু নির্দেশনা দিয়ে বিভিন্ন সময়ে চিঠি পাঠিয়েছে। 
আরো অভিযোগ উঠেছে, ক্ষুদ্র ঋণ গ্রহীতারা সিডিউল ব্যাংকে জমাকৃত অর্থের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ। এই ঋণের সুদ ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদের চেয়েও শতকরা ২৫ ভাগ বেশী। কিন্তু এই ধরনের ঋণের উপর বাংলাদেশ ব্যাংক কড়া নজর রাখতে শুরু করেছে। এরই জের ধরে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের আগষ্টমাসের শেষ সপ্তাহে সিডিউল ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল ডিপোজিটের বিপরীতে ঋণ গ্রহীতাদের তথ্য জানতে। এমনকি প্রতি দুই মাস অন্তর ঋণ গ্রহনের পূর্বে ঋণ গ্রহীতাদের তথ্য তথা সিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে জানাতে নির্দেশনা রয়েছে। 
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গ্রাহকের ব্যাংক জমার বিপরীতে সর্বোচ্চ শতকরা ৯ ভাগ সুদ দিলেও ঋণের বিপরীতে অতিরিক্ত ২৫ ভাগ সুদসহ ঋণের সুদ আদায় করে সিডিউল ব্যাংক। ব্যাংকের স্থায়ী জমার উপর প্রাপ্য সুদের চেয়ে ঋণ গ্রহিতার প্রদেয় সুদের পরিমান অনেক বেশী। ফলে বেকায়দায় পড়লে ঋণ খেলাপী হতে পারে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ