ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঘুষের টাকায় নকুল চক্রবর্তীর ৫ তলা ভবন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:১০

জেলার ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিসের এক অস্থায়ী কর্মচারী ঘুষের টাকায় জমি কিনে  ৫ তলা ভবন নির্মাণ করার তথ্য পাওয়া গেছে। তিনি এসটি এক্ট নকল নবীস নকুল চক্রবর্তী। সেবাগ্রহিতাদের বিভিন্ন জালে আটকে ঘুষ আদায় করে অঢেল টাকার মালিক বনে গেছেন তিনি। আর এই কাজে তাকে সহযোগীতা করছে মোহরাব আজগর আলী নামের একজন। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সুত্রে এমন তথ্য জানিয়েছে।

সুত্র জানায়, এসটি এক্ট নকল নবীস নকুল চক্রবর্তীর কাজ হচ্ছে বালাম লিখা ও রেজিস্ট্রার দলিলে নোটিশ লিপিবদ্ধ করা। এর বাইরে কোন কাজ নেই। অথচ নকলের দরখাস্ত দিয়ে দলিল বের করে দলিলের পাতা পাল্টিয় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। 

এছাড়া অস্থায়ী নকল নবীস নকুল চক্রবর্তী একটি টাইপ নকলের জন্য ২ থেকে ৩ হাজার টাকা আদায় করেন। অথচ একটি দলিলের  টাইপ কপি নকল গ্রহণ করার সময় এতো টাকা লাগে না। একটি দলিলে হাত কপির নকলের জন্য যেখানে ১৫০০/- টাকা প্রয়োজন সেখানে ২৫০০- ৩৫০০ টাকা, স্থান ভেদে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। এসটি এক্ট নকল নবীস নকুল চক্রবর্তী তার স্থায়ী ঠিকানা গোপন রেখে হাটহাজারী থানা চৌধুরী হাটে ভোটার হয়ে জায়গা জমি ক্রয় করেন। সেখানে একটি ৫ তলা ভবনও নির্মাণ করেছেন যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।  যার দলিল নাম্বার ১৬৯৬ সন ২০১৪ ও ৩৬০৭ সন-২০১৯ উভয় দলিলে কোথাও স্থায়ী ঠিকানা উল্লেখ নেই। খোঁজ নিয়ে জানা গেছে তার মূল বাড়ী মিরসরাই জোরারগঞ্জে। সেখানেও কি পরিমাণ জায়গা নিয়েছে যাচাই করা হলে আরো জায়গার হদিস পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট অভিমত। একাধিক সূত্রে প্রকাশ এসটি এক্ট নকল নবীস তার যোগদানের পর থেকে বেতন হিসাব করলে তার বিল্ডিং এর টাকা সম পরিমাণ হবে না। 

জানা যায়, প্রতি পৃষ্ঠা বালাম কপির মূল্য ২৪/-টাকা, মাসে খুব বেশী হলে  ৩০০ পৃষ্ঠা করে বালাম ভুক্ত করা হলে তার প্রাপ্য টাকা দাঁড়ায় ৭২০০ টাকা। তার যোগদানের তারিখ থেকে এই পর্যন্ত কর্মদিবস হিসাব করলে তার ক্রয়কৃত জায়গার মূল্য অসংগতি দেখা যাচ্ছে। ২০১৮ সাল ২০১৯ সাল তার বালামভুক্ত কপি নেই বললেই চলে ঐ সময় একজন সাব-রেজিষ্ট্রারের দূর্নীতিবাজ সহযোগি হিসেবে কাজে লিপ্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।  ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কি পরিমাণ কাজের অগ্রগতি সেই বিশ্লেষণ করলেও তার আয়ের অসংগতি ধরা পড়বে।
 
সুত্র জানায়, লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করে যাচ্ছে অফিস মোহরার আজগর আলী ও নকল নবীস এসটি এক্ট নকুল চক্রবর্তী। ধ্বংসযোগ্য দলিল ২০০৯ -২০১২ সাল পর্যন্ত যে মুল দলিলগুলো এখনো ওই কার্যলয়ে সংরক্ষিত আছে সে সমস্ত দলিলগুলোর জন্য প্রকৃত গ্রাহকরা মূল দলিল উত্তোলন করার জন্য আসলে দলিল গ্রহিতার কাছ থেকে ১৫০০-২৫০০  পর্যন্ত অতিরিক্ত টাকা আদায় করে যাচ্ছে প্রতিনিয়ত। আজগর আলীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ হচ্ছে অন্য মূসাবিদাকারক অর্থ্যাৎ কিছু টাকা দিয়ে হাটহাজারীর কিছু দলিল লিখকের স্বাক্ষর নিয়ে প্রতিনিয়ত ২/১ দলিল রেজিষ্ট্রি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে অভিমত। এই ছাড়া অন্যান্য দলিল ডেলিভারীর সময় প্রতিটি দলিলে নির্দিষ্ট ফিসের বাহিরে অতিরিক্ত ৩০০-৫০০ টাকা সেবা গ্রহীতার কাছ থেকে টাকা আদায় করেন বলে একাধিক সেবাগ্রহিতা ভুক্তভোগী জানিয়েছেন। এই ব্যাপারে অত্র কার্য্যলয়ের সাব রেজিস্ট্রারের নিকট কোন মৌখিক অভিযোগ প্রদান করলে ওনি সাব রেজিস্ট্রারের ৩০০ টাকা ফি’র বাইরে আরো ৩০০ টাকা নির্ধারণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এই বিষয়ে কথা বলতে এসটি এক্ট নকল নবীস নকুল চক্রবর্তীর মোবাইলে কল দিলে তিনি একটি অনুষ্ঠানে আছেন জানিয়ে লাইন কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও সে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ