পিরোজপুরে যুবলীগের নেতা সেজেছে ডজন খানেক মাদক মামলার আসামি শেখ বাবু
পিরোজপুর জেলা যুবলীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ বাবুর বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলার সন্ধান মিলেছে। কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও সুযোগ বুঝে পিছনের দরজা দিয়ে সরকারী দলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে মাদক সম্রাট শেখ বাবু। শেখ বাবুর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর শেখ বাড়ি এলাকায়। তার পিতার নাম আব্দুর রশিদ শেখ, মাতার নাম আকলিমা বেগম। মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন পুলিশের তালিকা ভুক্ত ঘৃণিত এই মাদক সম্রাট শেখ বাবু। তিনি মাদক ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি,৬০ লক্ষ টাকা ব্যায়ে গড়ে তুলেছেন গরুর খামার, কিনেছেন বিঘায় বিঘায় চাষের জমি। এলাকায় দামী গাড়িতে চড়ে দাবরে বেড়ান।লেখা পড়া না করেও নিজেকে পরিচয় দেন ছাত্রলীগের সদস্য বলে। মাদক মামলার আসামি হয়েও বাগিয়ে নিতে চাচ্ছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী নেতা বলেন, দুর্দিনের ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশ কাটিয়ে উড়ে এসে জুড়ে বসার মত শেখ বাবু পিরোজপুরের রাজনীতিতে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। তার অবৈধ তৎপরতায় ত্যাগী নেতারা কোনঠাসা হয়ে পড়েছে। ডিএমপি'র বিমানবন্দর থানায় ২০২২ সালের ২১ অক্টোবর দায়েরকৃত এফ.আই.আর নং-২৭ মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি শেখ বাবু। এছাড়াও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে পল্লবী থানায়, মামলা নং-২১ তারিখ ৯ ডিসেম্বর ২০২২, দারুস সালাম থানা এলাকার নিজ অবস্থান থেকে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ১৯/৩০৬ নং মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক ছিলেন,২০১৬ সালে ২৬ নভেম্বর রাত ৪ টা ১৫ মিনিটে যাত্রাবারি থানার ৮১/৯৬০ নং মাদক মামলায় গ্রেফতার হয়ে হাজত বাস করেন, জিএমপি পুবাইল থানার ২২ আগষ্ট ২০২২ সালে দায়ের করা ১১ নং মামলায় পলাতক আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়। তাছাড়াও ডিএমপির গুলশান থানার ২০২২ সালের ০৬ আগষ্ট ৭/২৮১ নং মাদক মামলায় তাকে আসামি করা হয়েছে, গুলশান থানার এফ.আই.আর নং-৩২ তারিখ ৩০ আগষ্ট ২০২২ সালের মাদক মামলায় বাবু শেখ প্রধান আসামি এরকম ডজন খানেক মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি হয়েও তিনি বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অসাধু কিছু যুবলীগ নেতার ছত্রছায়ায় মাদক মামলার আসামি হয়েও এলাকায় তিনি মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।
রাজনীতির পথ পাকাপোক্ত করার লক্ষ্যে তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের সাথে ছবি তুলে নিজেকে নেতা হিসেবে জাহির করছেন। পিরোজপুর এলাকায় বাবু শেখ, মদবাবু নামে পরিচিত। তার মত চিহ্নিত মাদক সম্রাটকে যুবলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক করা হলে দল ইমেজ সংকটে পড়বে বলে অভিমত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের।
এ বিষয়ে কথা বললে শেখ বাবু দৈনিক সকালের সময় কে বলেন, আমি এক সময় মাদক ব্যবসায়ী ছিলাম, এখন মাদক ব্যবসা করি না, আমার নামে যা লেখার তা লেখেন। একডজন মামলার কাগজ আছে প্রতিবেদকের কাছে এমন কথার জবাবে তিনি বলেন, ওগুলো ধুয়ে আপনি পানি খান।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়